মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদ উপলক্ষে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। এরই মাঝে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। মুক্তির মাত্র একদিনেই ইউটিউবে সিনেমাটির হিন্দি ভার্সনের ট্রেলার দেখা হয়েছে, কোটি বারের বেশি।
ধুন্ধুমার অ্যাকশন ভুরপুর ট্রেলারে নজর কেরেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমায় ঠিক কী কী করতে চলেছেন, তা জানতে উদ্গ্রীব সিনেমাপ্রেমীরা।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসার পরই নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারটির প্রশংসা করেছেন বলিউড ভাইজান সালমান খান ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ একাধিক বলিউড তারকারা।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেলার শেয়ার করে এর প্রশংসা করেছেন বলিউড ভাইজান।
ট্রেলার শেয়ার করে সালমান লিখেছেন, ‘বড়ে মিয়া ছোটে মিয়া, আক্কি (অক্ষয় কুমার) এবং টাইগারের সিনেমাটি ব্যবসায়িক সফলতা পাবে। ট্রেলারটি বেশ ভালো হয়েছে। আলি (আলি আব্বাস জাফর) এটার মাধ্যমে তোমাকে টাইগার এবং সুলতানের রেকর্ড ভাঙতে হবে।’
আলি আব্বাস জাফরের প্রিয় বন্ধুদের একজন ক্যাটরিনা কাইফ। তিনিও পরিচালকের আসন্ন সিনেমার প্রশংসা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছেন,—‘বন্ধু আলি আব্বাস জাফর, তোমার জন্য খুব গর্বিত, দারুণ ব্যাপার। অক্ষয় তো আগুন লাগিয়ে দিয়েছে। টাইগার শ্রফও অসাধারণ’।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি মুম্বাই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড ও জর্ডানে লোকেশনে শুট করা হয়েছে। এতে অক্ষয়-টাইগার ছাড়াও আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানুসি চিল্লার ও আলিয়া এফ।
মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদ উপলক্ষে আগামী ১০ এপ্রিল মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। এরই মাঝে গতকাল মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। মুক্তির মাত্র একদিনেই ইউটিউবে সিনেমাটির হিন্দি ভার্সনের ট্রেলার দেখা হয়েছে, কোটি বারের বেশি।
ধুন্ধুমার অ্যাকশন ভুরপুর ট্রেলারে নজর কেরেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। ট্রেলারেই স্পষ্ট যে সিনেমাটি অ্যাকশনে ভরপুর। আর বাস্তবে অক্ষয় ও টাইগার দুই অভিনেতাই মার্শাল আর্টে দক্ষ। আর এমন দুই অভিনেতা এমন একটা অ্যাকশন প্যাকড সিনেমায় ঠিক কী কী করতে চলেছেন, তা জানতে উদ্গ্রীব সিনেমাপ্রেমীরা।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটির ট্রেলারটি প্রকাশ্যে আসার পরই নেটিজনদের প্রশংসা কুড়িয়েছে। ট্রেলারটির প্রশংসা করেছেন বলিউড ভাইজান সালমান খান ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফসহ একাধিক বলিউড তারকারা।
আলি আব্বাস জাফরের পরিচালনায় ‘সুলতান’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন সালমান খান। ইনস্টাগ্রামে সিনেমাটির ট্রেলার শেয়ার করে এর প্রশংসা করেছেন বলিউড ভাইজান।
ট্রেলার শেয়ার করে সালমান লিখেছেন, ‘বড়ে মিয়া ছোটে মিয়া, আক্কি (অক্ষয় কুমার) এবং টাইগারের সিনেমাটি ব্যবসায়িক সফলতা পাবে। ট্রেলারটি বেশ ভালো হয়েছে। আলি (আলি আব্বাস জাফর) এটার মাধ্যমে তোমাকে টাইগার এবং সুলতানের রেকর্ড ভাঙতে হবে।’
আলি আব্বাস জাফরের প্রিয় বন্ধুদের একজন ক্যাটরিনা কাইফ। তিনিও পরিচালকের আসন্ন সিনেমার প্রশংসা করেছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করে ক্যাটরিনা কাইফ লিখেছেন,—‘বন্ধু আলি আব্বাস জাফর, তোমার জন্য খুব গর্বিত, দারুণ ব্যাপার। অক্ষয় তো আগুন লাগিয়ে দিয়েছে। টাইগার শ্রফও অসাধারণ’।
আলি আব্বাস জাফর পরিচালিত সিনেমাটি মুম্বাই, লন্ডন, আবুধাবি, স্কটল্যান্ড ও জর্ডানে লোকেশনে শুট করা হয়েছে। এতে অক্ষয়-টাইগার ছাড়াও আরও অভিনয় করেছেন—পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানুসি চিল্লার ও আলিয়া এফ।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৪ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৯ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
৯ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১০ ঘণ্টা আগে