নতুনদের সাহায্য করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপ। নবাগতদের জন্য অনেক খেটেছেন বলে দাবি করেছেন তিনি। তবে এবার নিজের মত বদলেছেন অনুরাগ, নতুনদের জন্য আর বিনা পয়সায় শ্রম নয়। যেকোনো সাক্ষাতে ‘টাইম স্লট’ অনুযায়ী দিতে হবে পারিশ্রমিক। অনুরাগের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে বিশেষ বিজ্ঞপ্তি আলোচনার জন্ম দিয়েছে।
অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘নতুনদের জন্য জীবনে অনেক সময় নষ্ট করেছি। তবে আর নয়, অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের কোনো সময় নষ্ট করব না। যে আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটায় আর প্রশ্রয় দেব না। যাঁরা ভাবেন নিজের মধ্যে ট্যালেন্ট আছে অভিনয় করতে পারবেন, তাঁদের এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে।’
টাকার পরিমাণ উল্লেখ করে অনুরাগ লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, তাঁকে দিতে হবে এক লাখ রুপি। যদি কেউ আধা ঘণ্টার জন্য কথা বলতে চান, তাহলে দিতে হবে ২ লাখ রুপি। আর এক ঘণ্টার জন্য হলে ৫ লাখ রুপি। এভাবেই আমি আমার রেট নির্ধারণ করেছি। বিনা পারিশ্রমিকে সাহায্য করতে করতে হাঁপিয়ে উঠেছি। যদি কেউ আমার এই টাকার পরিমাণে সন্তুষ্ট হন, তাহলেই একমাত্র ফোন বা মেসেজ করবেন। না হলে দয়া করে সময় নষ্ট করবেন না। আর একটি বিষয় অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।’
অনুরাগ কাশ্যপের এই সিদ্ধান্তের পর ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। মন্তব্যের ঘরে একাংশ যেমন তাঁকে সমর্থন দিয়েছেন, আবার অনেকেই তা নিয়ে ট্রোলে মেতেছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় নতুনদের সুযোগ দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তারকাদের থেকে নবাগতদের নিয়ে কাজ করার আরামের কথা জানিয়েছিলেন তিনি। তবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ নির্মাতা, তা আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আশিক আবুর পরিচালিত মালয়ালম সিনেমা ‘দ্য রাইফেল ক্লাব’-এ অভিনয় করবেন তিনি। এতে আরও অভিনয় করেছেন দীলেশ পোথান এবং ভিন্সি অ্যালোশিয়াস।
নতুনদের সাহায্য করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপ। নবাগতদের জন্য অনেক খেটেছেন বলে দাবি করেছেন তিনি। তবে এবার নিজের মত বদলেছেন অনুরাগ, নতুনদের জন্য আর বিনা পয়সায় শ্রম নয়। যেকোনো সাক্ষাতে ‘টাইম স্লট’ অনুযায়ী দিতে হবে পারিশ্রমিক। অনুরাগের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে বিশেষ বিজ্ঞপ্তি আলোচনার জন্ম দিয়েছে।
অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘নতুনদের জন্য জীবনে অনেক সময় নষ্ট করেছি। তবে আর নয়, অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের কোনো সময় নষ্ট করব না। যে আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটায় আর প্রশ্রয় দেব না। যাঁরা ভাবেন নিজের মধ্যে ট্যালেন্ট আছে অভিনয় করতে পারবেন, তাঁদের এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে।’
টাকার পরিমাণ উল্লেখ করে অনুরাগ লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, তাঁকে দিতে হবে এক লাখ রুপি। যদি কেউ আধা ঘণ্টার জন্য কথা বলতে চান, তাহলে দিতে হবে ২ লাখ রুপি। আর এক ঘণ্টার জন্য হলে ৫ লাখ রুপি। এভাবেই আমি আমার রেট নির্ধারণ করেছি। বিনা পারিশ্রমিকে সাহায্য করতে করতে হাঁপিয়ে উঠেছি। যদি কেউ আমার এই টাকার পরিমাণে সন্তুষ্ট হন, তাহলেই একমাত্র ফোন বা মেসেজ করবেন। না হলে দয়া করে সময় নষ্ট করবেন না। আর একটি বিষয় অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।’
অনুরাগ কাশ্যপের এই সিদ্ধান্তের পর ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। মন্তব্যের ঘরে একাংশ যেমন তাঁকে সমর্থন দিয়েছেন, আবার অনেকেই তা নিয়ে ট্রোলে মেতেছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় নতুনদের সুযোগ দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তারকাদের থেকে নবাগতদের নিয়ে কাজ করার আরামের কথা জানিয়েছিলেন তিনি। তবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ নির্মাতা, তা আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আশিক আবুর পরিচালিত মালয়ালম সিনেমা ‘দ্য রাইফেল ক্লাব’-এ অভিনয় করবেন তিনি। এতে আরও অভিনয় করেছেন দীলেশ পোথান এবং ভিন্সি অ্যালোশিয়াস।
প্রথমবারের মতো নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫। রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার প্রক্রিয়ায় আমেরিকান কারি অ্যাওয়ার্ড দাবি করছে তারা বিশ্বের সেরা আয়োজনটি উপস্থাপন করবে।
৫ ঘণ্টা আগেগত বছর রোজার ঈদে রেকর্ড সংখ্যক ১১টি সিনেমা মুক্তি পেলেও মেলেনি সাফল্য। তাই ওই বছর কোরবানির ঈদে অর্ধেকে নেমে গিয়েছিল সিনেমার সংখ্যা। এবার দেখা যাচ্ছে উল্টো ঘটনা। রোজার ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৪টি নিয়ে ছিল দর্শকের ব্যাপক আগ্রহ। তাই এবার রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদে বাড়ছে সিনেমার সংখ্যা। ইতিমধ্যে
৯ ঘণ্টা আগে৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনটি স্মরণীয় হয়ে রইল ভিন্ন এক কারণে। সিনেমা, রেড কার্পেটে তারকাদের ঝলমলে উপস্থিতি, তাঁদের পোশাক, লুক—সব ছাপিয়ে বারবার উঠে এল বিশ্বরাজনীতির প্রসঙ্গ। কানের মঞ্চে দাঁড়িয়ে ‘যুক্তরাষ্ট্রের সংকীর্ণমনা প্রেসিডেন্ট’ বলে ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে কটাক্ষ করলেন প্রখ্যাত
১০ ঘণ্টা আগে‘একসাথে বাঁচি, একসাথে বলি—মঞ্চ আমাদের শক্তি’—এমন স্লোগানে চট্টগ্রামে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ‘নাট্য সম্ভার ২০২৫’। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম। ১৬ থেকে ২৪ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ৭ নাট্যদলের ৯টি নাটক।
১০ ঘণ্টা আগে