বিনোদন ডেস্ক
নতুনদের সাহায্য করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপ। নবাগতদের জন্য অনেক খেটেছেন বলে দাবি করেছেন তিনি। তবে এবার নিজের মত বদলেছেন অনুরাগ, নতুনদের জন্য আর বিনা পয়সায় শ্রম নয়। যেকোনো সাক্ষাতে ‘টাইম স্লট’ অনুযায়ী দিতে হবে পারিশ্রমিক। অনুরাগের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে বিশেষ বিজ্ঞপ্তি আলোচনার জন্ম দিয়েছে।
অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘নতুনদের জন্য জীবনে অনেক সময় নষ্ট করেছি। তবে আর নয়, অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের কোনো সময় নষ্ট করব না। যে আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটায় আর প্রশ্রয় দেব না। যাঁরা ভাবেন নিজের মধ্যে ট্যালেন্ট আছে অভিনয় করতে পারবেন, তাঁদের এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে।’
টাকার পরিমাণ উল্লেখ করে অনুরাগ লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, তাঁকে দিতে হবে এক লাখ রুপি। যদি কেউ আধা ঘণ্টার জন্য কথা বলতে চান, তাহলে দিতে হবে ২ লাখ রুপি। আর এক ঘণ্টার জন্য হলে ৫ লাখ রুপি। এভাবেই আমি আমার রেট নির্ধারণ করেছি। বিনা পারিশ্রমিকে সাহায্য করতে করতে হাঁপিয়ে উঠেছি। যদি কেউ আমার এই টাকার পরিমাণে সন্তুষ্ট হন, তাহলেই একমাত্র ফোন বা মেসেজ করবেন। না হলে দয়া করে সময় নষ্ট করবেন না। আর একটি বিষয় অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।’
অনুরাগ কাশ্যপের এই সিদ্ধান্তের পর ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। মন্তব্যের ঘরে একাংশ যেমন তাঁকে সমর্থন দিয়েছেন, আবার অনেকেই তা নিয়ে ট্রোলে মেতেছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় নতুনদের সুযোগ দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তারকাদের থেকে নবাগতদের নিয়ে কাজ করার আরামের কথা জানিয়েছিলেন তিনি। তবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ নির্মাতা, তা আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আশিক আবুর পরিচালিত মালয়ালম সিনেমা ‘দ্য রাইফেল ক্লাব’-এ অভিনয় করবেন তিনি। এতে আরও অভিনয় করেছেন দীলেশ পোথান এবং ভিন্সি অ্যালোশিয়াস।
নতুনদের সাহায্য করতে গিয়ে নিজের অনেক সময় নষ্ট করেছেন বলে হতাশা প্রকাশ করেছেন ভারতের নির্মাতা অনুরাগ কাশ্যপ। নবাগতদের জন্য অনেক খেটেছেন বলে দাবি করেছেন তিনি। তবে এবার নিজের মত বদলেছেন অনুরাগ, নতুনদের জন্য আর বিনা পয়সায় শ্রম নয়। যেকোনো সাক্ষাতে ‘টাইম স্লট’ অনুযায়ী দিতে হবে পারিশ্রমিক। অনুরাগের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে বিশেষ বিজ্ঞপ্তি আলোচনার জন্ম দিয়েছে।
অনুরাগ কাশ্যপ লিখেছেন, ‘নতুনদের জন্য জীবনে অনেক সময় নষ্ট করেছি। তবে আর নয়, অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের কোনো সময় নষ্ট করব না। যে আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটায় আর প্রশ্রয় দেব না। যাঁরা ভাবেন নিজের মধ্যে ট্যালেন্ট আছে অভিনয় করতে পারবেন, তাঁদের এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে।’
টাকার পরিমাণ উল্লেখ করে অনুরাগ লিখেছেন, ‘যদি কেউ আমার সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, তাঁকে দিতে হবে এক লাখ রুপি। যদি কেউ আধা ঘণ্টার জন্য কথা বলতে চান, তাহলে দিতে হবে ২ লাখ রুপি। আর এক ঘণ্টার জন্য হলে ৫ লাখ রুপি। এভাবেই আমি আমার রেট নির্ধারণ করেছি। বিনা পারিশ্রমিকে সাহায্য করতে করতে হাঁপিয়ে উঠেছি। যদি কেউ আমার এই টাকার পরিমাণে সন্তুষ্ট হন, তাহলেই একমাত্র ফোন বা মেসেজ করবেন। না হলে দয়া করে সময় নষ্ট করবেন না। আর একটি বিষয় অবশ্যই অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।’
অনুরাগ কাশ্যপের এই সিদ্ধান্তের পর ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। মন্তব্যের ঘরে একাংশ যেমন তাঁকে সমর্থন দিয়েছেন, আবার অনেকেই তা নিয়ে ট্রোলে মেতেছেন।
প্রসঙ্গত, ক্যারিয়ারের বেশির ভাগ সিনেমায় নতুনদের সুযোগ দিয়েছেন অনুরাগ কাশ্যপ। তারকাদের থেকে নবাগতদের নিয়ে কাজ করার আরামের কথা জানিয়েছিলেন তিনি। তবে কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এ নির্মাতা, তা আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, অনুরাগ কাশ্যপ অভিনেতা হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আশিক আবুর পরিচালিত মালয়ালম সিনেমা ‘দ্য রাইফেল ক্লাব’-এ অভিনয় করবেন তিনি। এতে আরও অভিনয় করেছেন দীলেশ পোথান এবং ভিন্সি অ্যালোশিয়াস।
মঞ্চে গান গাওয়ার সময় উদিত নারায়ণ এক তরুণীর ঠোঁটে চুমু দেন। সেই ভিডিও এখন ভাইরাল। এ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। প্রবীণ গায়কের এমন আচরণে ক্ষিপ্ত নেটিজেনরা। কেউ আবার ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিচ্ছেন।
১৭ ঘণ্টা আগেভারতীয় বিনোদন দুনিয়ায় সংগীত রিয়েলিটি শো নিয়ে সুনিধি চৌহানের পর এবার বিস্ফোরক মন্তব্য করলেন কৈলাস খের। সংগীতের রিয়েলিটি শোর নামে ভেলপুরি বিক্রি করছে বলে মন্তব্য করেছেন তিনি। হঠাৎ কেন এমন মন্তব্য এই গায়কের?
১৮ ঘণ্টা আগেপলিটিক্যাল থ্রিলার গল্পে গোলাপ নামের সিনেমা বানাচ্ছেন সামছুল হুদা। গত মাসের শেষ দিকে এ সিনেমার নায়ক নিরব হোসেনের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমার। তবে জানানো হয়নি নায়িকার নাম। অবশেষে জানা গেল গোলাপে নিরবের নায়িকা হচ্ছেন পরীমণি।
২১ ঘণ্টা আগেপ্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাচ্ছেন নাট্যজন মামুনুর রশীদ। তাঁর বিভিন্ন নাট্যকর্মে সমাজতাত্ত্বিক, রাজনৈতিক দর্শন ও শিল্পদর্শন একীভূত হয়েছে। নাট্যচর্চার পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন তিনি। প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি নিয়মিত পত্রিকায়ও প্রকাশ হয় তাঁর লেখা। আজকের পত্রিকায় লেখা তাঁর...
২১ ঘণ্টা আগে