বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ষীয়ান এই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তবে বচ্চন পরিবারের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
শুক্রবার (১৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অমিতাভ। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সব সময় কৃতজ্ঞ।’ অভিনেতার এই পোস্টের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই টুইট করতে পারেন বলে অনুমান করছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
এর আগে ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, কেবিসির সেটের দুর্ঘটনায় পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেই সময় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল, যেখানে ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেয়।
উল্লেখ্য, অমিতাভকে সামনে দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান।
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ষীয়ান এই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।
আজ শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তবে বচ্চন পরিবারের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
শুক্রবার (১৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অমিতাভ। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সব সময় কৃতজ্ঞ।’ অভিনেতার এই পোস্টের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই টুইট করতে পারেন বলে অনুমান করছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।
এর আগে ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, কেবিসির সেটের দুর্ঘটনায় পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেই সময় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল, যেখানে ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেয়।
উল্লেখ্য, অমিতাভকে সামনে দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগিরই শর্তসাপেক্ষে প্রত্যাহার হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৬ মিনিট আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৮ মিনিট আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
২ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
২ ঘণ্টা আগে