Ajker Patrika

অমিতাভ বচ্চন হাসপাতালে

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৫: ৩৬
অমিতাভ বচ্চন হাসপাতালে

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ষীয়ান এই অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে অমিতাভ বচ্চনকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। তবে বচ্চন পরিবারের কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

শুক্রবার (১৫ মার্চ) সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টও করেন অমিতাভ। সেখানে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সব সময় কৃতজ্ঞ।’ অভিনেতার এই পোস্টের বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এই টুইট করতে পারেন বলে অনুমান করছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে পাঁজরের কার্টিলেজ ভেঙে আহত হন অমিতাভ। সেই সময় টানা কয়েক মাস ছিলেন বেড রেস্টে। চোট সঙ্গে নিয়েই ব্লগ ও সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন।

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনএর আগে ২০২২ সালে দীপাবলির ঠিক আগে অমিতাভ জানিয়েছিলেন, কেবিসির সেটের দুর্ঘটনায় পায়ের রগ কেটে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেই সময় তাঁকে হাসপাতালেও যেতে হয়েছিল, যেখানে ডাক্তাররা ক্ষতস্থান সেলাই করে দেয়।

উল্লেখ্য, অমিতাভকে সামনে দেখা যাবে ‘প্রোজেক্ট কে’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত