ইউরোর সেমিফাইনাল যেন শেয়ানে শেয়ানে টক্কর
শেষ ভাগে এসে দারুণ রোমাঞ্চ উপহার দিচ্ছে ২০২৪ ইউরো। নকআউট পর্বে লড়াইটা হচ্ছে শেয়ানে শেয়ানে। কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। অতিরিক্ত সময়ের রোমাঞ্চ, টাইব্রেকার, পিছিয়ে পড়ে ম্যাচ জেতা—কী নেই এবারের ইউরোতে।