বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
ম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
২০ মিনিট আগেমেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
১ ঘণ্টা আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগে