ম্যাচ শেষের কয়েক মিনিট বাকি। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে গোল পরিশোধের জন্য তখন মরিয়া জার্মানরা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে থাকায় ম্যাচের নির্ধারিত সময় পার হলেই জিতে যাবে স্পেন। তাদের খেলোয়াড়েরাও অনেকটা নিচে নেমে এসেছেন। সেই সুযোগেই একের পর এক আক্রমণ জার্মানির। তেমনই একটা আক্রমণ থেকে জার্মানদের ম্যাচে ফেরালেন ফ্লোরিয়ান বির্টজ। ম্যাচের আয়ু তখন ৮৯ মিনিট।
বির্টজের বয়স মাত্র ২১। পরিসংখ্যান দেখাচ্ছে, ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে তিনিই জার্মানির সর্বকনিষ্ঠ গোলদাতা। তাঁর এই উল্লাসে ফেটে পড়েন স্টুর্টগার্ট অ্যারেনায় উপস্থিত জার্মান দর্শকেরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে শেষরক্ষা হয়নি জার্মানির।
বাড়তি সময়ের শেষ দিকে, ১১৯ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন মিকেল মেরিনো। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় জার্মানির।
২০১৬ সালের পর কি বিশ্বকাপ, কি ইউরো—কোনো টুর্নামেন্টেরই সেমিফাইনালে উঠতে পারেনি জার্মানি। সবশেষ ২০১৬ সালে ইউরোর সেমিফাইনালে দলটি এবারের ইউরোর স্বাগতিক হওয়ায় ভালো কিছুর আশায় বুক বেঁধেছিলেন জার্মানরা। কিন্তু তাঁদের সেই আশা গুঁড়িয়ে দিয়েছে স্পেন। গতকাল কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতে ১৯৮৮ সালের পর জার্মানির কাছে না হারার ধারা ধরে রাখল স্পেন।
ম্যাচ শেষের কয়েক মিনিট বাকি। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে গোল পরিশোধের জন্য তখন মরিয়া জার্মানরা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে থাকায় ম্যাচের নির্ধারিত সময় পার হলেই জিতে যাবে স্পেন। তাদের খেলোয়াড়েরাও অনেকটা নিচে নেমে এসেছেন। সেই সুযোগেই একের পর এক আক্রমণ জার্মানির। তেমনই একটা আক্রমণ থেকে জার্মানদের ম্যাচে ফেরালেন ফ্লোরিয়ান বির্টজ। ম্যাচের আয়ু তখন ৮৯ মিনিট।
বির্টজের বয়স মাত্র ২১। পরিসংখ্যান দেখাচ্ছে, ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে তিনিই জার্মানির সর্বকনিষ্ঠ গোলদাতা। তাঁর এই উল্লাসে ফেটে পড়েন স্টুর্টগার্ট অ্যারেনায় উপস্থিত জার্মান দর্শকেরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে শেষরক্ষা হয়নি জার্মানির।
বাড়তি সময়ের শেষ দিকে, ১১৯ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন মিকেল মেরিনো। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় জার্মানির।
২০১৬ সালের পর কি বিশ্বকাপ, কি ইউরো—কোনো টুর্নামেন্টেরই সেমিফাইনালে উঠতে পারেনি জার্মানি। সবশেষ ২০১৬ সালে ইউরোর সেমিফাইনালে দলটি এবারের ইউরোর স্বাগতিক হওয়ায় ভালো কিছুর আশায় বুক বেঁধেছিলেন জার্মানরা। কিন্তু তাঁদের সেই আশা গুঁড়িয়ে দিয়েছে স্পেন। গতকাল কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতে ১৯৮৮ সালের পর জার্মানির কাছে না হারার ধারা ধরে রাখল স্পেন।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
২৬ মিনিট আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৬ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৮ ঘণ্টা আগে