দর্শকদের হাঙ্গামায় মাদ্রিদ ডার্বি রণক্ষেত্র, কী বলছেন দুই কোচ
খেলার মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে যখন দুই হেভিওয়েট দল মুখোমুখি হয়, তখন উত্তেজনা ছড়ায় বেশি। খেলোয়াড়দের সঙ্গে ভক্ত-সমর্থকদের এমন অপ্রীতিকর ঘটনা ঘটে, যার ফলে ম্যাচ বন্ধ রাখা বা বাতিলও হয়ে যায়। ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে ‘মাদ্রিদ ডার্বি’ রীতিমতো কুরুক্ষেত্রে পরিণত হয়