Ajker Patrika

বিতর্কিত লাল কার্ড ইস্যুতে রেফারিকে খোঁচা মারলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক    
রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছেন বেলিংহাম। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আনচেলত্তি। ছবি: এএফপি
রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছেন বেলিংহাম। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আনচেলত্তি। ছবি: এএফপি

ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই রিয়াল মাদ্রিদ পরিণত হয় ১০ জনের দলে। কারণ, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহাম দেখেছেন লাল কার্ড। এই লাল কার্ডের ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। কার্লো আনচেলত্তি রেফারিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।

এল সাদার স্টেডিয়ামে গত রাতে লা লিগার ওসাসুনা-রিয়াল মাদ্রিদ ম্যাচের ৩৯ মিনিটের ঘটনা। রেফারি হোসে লুইস মুনুয়েরা মন্তেরো সরাসরি লাল কার্ড দেখান বেলিংহামকে। কারণ, বেলিংহাম বাজে রেফারিং নিয়ে প্রতিবাদ করে যাচ্ছিলেন। লাল কার্ডের ঘটনায় রীতিমতো বিস্মিত তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি খোঁচা মেরেছেন রেফারিকে। রিয়াল কোচ বলেন, ‘সে (রেফারি) ইংলিশ বুঝতে পারেনি। বেলিংহামের কথার ভুল অনুবাদ করেছে সে। আসলে সে (বেলিংহাম) বোঝাতে চেয়েছে, আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করো না। এখানে আক্রমণাত্মক কিছু ছিল না।’

১৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে রিয়াল ১-০ গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয় গোলের জন্য লস ব্লাঙ্কোসদের হাপিত্যেশ করতে হয়। রিয়ালের তিনটি পেনাল্টির আবেদন নাকচ করে দিয়েছেন মন্তেরো। ভিনিসিয়ুস জুনিয়র ও বেলিংহামের ওপর হওয়া দুটি ফাউলের আবেদন তো ছিলই। এমনকি ওসাসুনার ডিফেন্ডার আলেহান্দ্রো কাতেনা পেনাল্টি এলাকার মধ্যে হ্যান্ডবল করলেও সেটা খেয়াল করেননি রেফারি।

বাজে রেফারিং নিয়ে সংবাদ সম্মেলনে খালি হতাশাই প্রকাশ করেছেন আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘ভিএআর আমাদের এলাকায় যা হয়েছে, সেগুলো যাচাই করে দেখেছে তবে প্রতিপক্ষের ক্ষেত্রে সেটা হয়নি। কিছু পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যেত। তবে সেটা হয়নি। আমি তাকে (রেফারি) বললাম যে বক্সে হ্যান্ডবল হয়েছে এবং সেটা যাচাই করে দেখা হোক। কিছুই তো হলো না।’

প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হলেও রিয়াল মাদ্রিদ ১-০ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে এক ফুটবলার কম থাকার অভাব বুঝতে পেরেছে লস ব্লাঙ্কোসরা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ওসাসুনার স্ট্রাইকার আন্তে বুদিমির। পেনাল্টির এই ঘটনায় রিয়ালের ফুটবলাররা খেপে যান। এমনকি তাদের সেন্ট্রাল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা দেখেছেন হলুদ কার্ড। ওসাসুনা-রিয়াল মাদ্রিদ ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

ড্রয়ের পরও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ১৫ জয়, ৬ ড্র ও ৩ পরাজয়ে তাদের পয়েন্ট ৫১। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৪৮। একই রাতে সেলতা ফিগোর বিপক্ষে আতলেতিকো ১-১ গোলে ড্র করেছে। তিনে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪৮। রিয়াল, আতলেতিকো ২৪টি করে ম্যাচ খেললেও বার্সা খেলেছে ২৩ ম্যাচ। এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে আগামীকাল বার্সা খেলবে রায়ো ভায়োকানোর বিপক্ষে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত