ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়দের লক্ষ্য করে ভক্ত-সমর্থকেরা বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকেন। বাংলাদেশে খেলা হলে যেমন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান খুবই পরিচিত। আর কোপা দেল রেতে গত রাতে গ্যালারি থেকে ভক্ত-সমর্থকেরা এক ফুটবলারের মৃত্যু চেয়ে ধ্বনি তুলেছেন। এই ঘটনা নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
অ্যানোইতা স্টেডিয়ামে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গত রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে হঠাৎ করেই গ্যালারি থেকে ‘আসেনসিও মরো’ স্লোগান আসতে থাকে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজের কাছে ভিনিসিয়ুস জুনিয়র এই স্লোগান নিয়ে অভিযোগ তুলেছেন। রেফারি তাই বাধ্য হয়েই স্পেনের ‘অ্যান্টি হেট প্রটোকল’ নিয়ম মেনে খেলা কিছুক্ষণ বন্ধ রাখলেন। স্টেডিয়ামের বড় পর্দায় লেখা উঠল, ‘বর্ণবাদী, জাতিগত বিদ্বেষ, অসহিষ্ণু স্লোগান কোনো কিছুই এখানে মেনে নেওয়া হবে না। প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিয়ে দলকে সমর্থন দিন।’
মৃত্যু কামনা করে এমন স্লোগান দেওয়া নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘রেফারির সঙ্গে ভিনিসিয়ুস কথা বলল। রেফারি খেলা থামিয়ে দিলেন। তিনি তার প্রোটোকল ব্যবহার করলেন। এমন কিছু তো হওয়ারই ছিল।’ ৪৬ মিনিটে আসেনসিওর বদলি হিসেবে আরেক ডিফেন্ডার লুকাস ভাসকেজকে নামিয়েছেন আনচেলত্তি। শুরুর একাদশে থাকা আসেনসিওকে কেন তুলে নেওয়া হলো সেই ব্যাখ্যায় রিয়াল কোচ বলেন, ‘তাকে আমি দুই কারণে উঠিয়ে নিয়েছি। সে এই ঘটনায় প্রভাবিত হয়েছিল এবং হলুদ কার্ড ছিল। তাই তাকে উঠিয়ে নেওয়া যৌক্তিক মনে হয়েছে আমার কাছে। আমার মতে কেউই চাইবেন না গ্যালারি থেকে তার মৃত্যু কামনা করে কেউ দুয়োধ্বনি দেবেন। আমার মতে সে এই ঘটনায় প্রভাবিত হয়েছিল।’
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগটা আসেনসিওর জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে তিনি দেখেন হলুদ কার্ড। রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকার আন্দের বারেনেতসিয়াকে চ্যালেঞ্জ করাতেই আসেনসিওকে হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতেছে এনদ্রিকের গোলে। ১৯ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে গোলটি করেন এনদ্রিক। ১ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।
খেলোয়াড়দের লক্ষ্য করে ভক্ত-সমর্থকেরা বিভিন্ন রকম স্লোগান দিয়ে থাকেন। বাংলাদেশে খেলা হলে যেমন ‘ভুয়া, ভুয়া’ স্লোগান খুবই পরিচিত। আর কোপা দেল রেতে গত রাতে গ্যালারি থেকে ভক্ত-সমর্থকেরা এক ফুটবলারের মৃত্যু চেয়ে ধ্বনি তুলেছেন। এই ঘটনা নিয়ে কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
অ্যানোইতা স্টেডিয়ামে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে গত রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে হঠাৎ করেই গ্যালারি থেকে ‘আসেনসিও মরো’ স্লোগান আসতে থাকে। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার রাউল আসেনসিওর উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে। রেফারি হোসে মারিয়া সানচেজ মার্তিনেজের কাছে ভিনিসিয়ুস জুনিয়র এই স্লোগান নিয়ে অভিযোগ তুলেছেন। রেফারি তাই বাধ্য হয়েই স্পেনের ‘অ্যান্টি হেট প্রটোকল’ নিয়ম মেনে খেলা কিছুক্ষণ বন্ধ রাখলেন। স্টেডিয়ামের বড় পর্দায় লেখা উঠল, ‘বর্ণবাদী, জাতিগত বিদ্বেষ, অসহিষ্ণু স্লোগান কোনো কিছুই এখানে মেনে নেওয়া হবে না। প্রতিপক্ষকে যোগ্য সম্মান দিয়ে দলকে সমর্থন দিন।’
মৃত্যু কামনা করে এমন স্লোগান দেওয়া নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন আনচেলত্তি। সাংবাদিকদের রিয়াল কোচ বলেন, ‘রেফারির সঙ্গে ভিনিসিয়ুস কথা বলল। রেফারি খেলা থামিয়ে দিলেন। তিনি তার প্রোটোকল ব্যবহার করলেন। এমন কিছু তো হওয়ারই ছিল।’ ৪৬ মিনিটে আসেনসিওর বদলি হিসেবে আরেক ডিফেন্ডার লুকাস ভাসকেজকে নামিয়েছেন আনচেলত্তি। শুরুর একাদশে থাকা আসেনসিওকে কেন তুলে নেওয়া হলো সেই ব্যাখ্যায় রিয়াল কোচ বলেন, ‘তাকে আমি দুই কারণে উঠিয়ে নিয়েছি। সে এই ঘটনায় প্রভাবিত হয়েছিল এবং হলুদ কার্ড ছিল। তাই তাকে উঠিয়ে নেওয়া যৌক্তিক মনে হয়েছে আমার কাছে। আমার মতে কেউই চাইবেন না গ্যালারি থেকে তার মৃত্যু কামনা করে কেউ দুয়োধ্বনি দেবেন। আমার মতে সে এই ঘটনায় প্রভাবিত হয়েছিল।’
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগটা আসেনসিওর জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে তিনি দেখেন হলুদ কার্ড। রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকার আন্দের বারেনেতসিয়াকে চ্যালেঞ্জ করাতেই আসেনসিওকে হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতেছে এনদ্রিকের গোলে। ১৯ মিনিটে জুড বেলিংহামের অ্যাসিস্টে গোলটি করেন এনদ্রিক। ১ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন পার করছেন অবসর সময়। তবে বিশ্রামে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগ। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজ খেলার চেষ্টা করছে বিসিবি।
২৪ মিনিট আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। আগামী সেপ্টেম্বরেই হবে এই টুর্নামেন্ট। তবে বদলে গেল ভেন্যু। এশিয়া কাপ হচ্ছে না ভারতে, নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। অবশ্য আমিরাতে হবে
২৬ মিনিট আগেনারী কাবাডি বিশ্বকাপের জন্য আজ দুপুর দেড়টায় সংবাদ সম্মেলেনে দল ঘোষণা করে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিন্তু বিকেল তিনটার পর শুনল বিশ্বকাপ স্থগিতের খবর। এনিয়ে দ্বিতীয়বার পেছাল বিশ্বকাপের সূচি।
১ ঘণ্টা আগেফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১ ঘণ্টা আগে