Ajker Patrika

চমক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগে তারা

আপডেট : ১৭ মে ২০২৪, ১৫: ২৫
চমক দেখিয়ে চ্যাম্পিয়নস লিগে তারা

ইউরোপীয় তিন ক্লাব টুর্নামেন্টের ২০২৪-২৫ মৌসুমের সূচিতে আসবে বেশ কিছু পরিবর্তন। ৩২ দলের পরিবর্তে চ্যাম্পিয়নস লিগ হবে ৩৬ দল নিয়ে। পরিবর্তন আসবে ফরম্যাটেও। আগামী চ্যাম্পিয়নস লিগেও প্রথমবার দেখা যাবে বেশ কয়েকটি নতুন দলকে। অনেক বড় দলকে দর্শক বানিয়ে তারা জায়গা করে নিয়েছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে—

১৯৮২-৮৩ মৌসুমের পর ভিলা: 
আর্সেনাল নাকি ম্যানচেস্টার সিটি—কার হাতে উঠবে প্রিমিয়ার লিগ? এর উত্তর পেতে অপেক্ষা করতে হচ্ছে মৌসুমের শেষ রাউন্ড পর্যন্ত। লিগ নিষ্পত্তি না হলেও ইতিমধ্যে সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে আর্সেনাল, সিটি, লিভারপুল ও অ্যাস্টন ভিলা। এবারের ইংলিশ ফুটবলে চমক ভিলার প্রথমবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা। ১৯৯১-৯২ মৌসুম থেকে ইউরোপিয়ান কাপের নাম চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর টুর্নামেন্টে এবারই প্রথম সুযোগ পেল ১৫০ বছরের পুরোনো ক্লাবটি। 

জিরোনার প্রথম: 
এবারের লা লিগা জয়ের দৌড়ে শুরু থেকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সঙ্গে সমানতালে ছিল জিরোনাও। তবে প্রথম লিগ জয়ের স্বপ্ন বিসর্জন দিলেও ৯৩ বছরের পুরোনো ক্লাবটি প্রথমবার খেলবে চ্যাম্পিয়নস লিগে। ২০১৮-১৯ মৌসুমে লা লিগা থেকে অবনমন হওয়া জিরোনা গত মৌসুমে ফিরেই কোচ মাইকেলের অধীনে লিগ শেষ করে ১০ নম্বরে থেকে। এবার তারা ৩৬ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে আছে তিনে। ম্যানসিটি ও জিরোনা এবার চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। সিএফজির শতভাগ বিনিয়োগ আছে সিটিতে, আর জিরোনায় ৪৭ শতাংশ। 

৬০ বছর পর বোলোনা: 
সিরি আর এ মৌসুমে ৩৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আতালান্তা। তবে এই স্থানে থাকলেও আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে ক্লাবটি। কারণ, জিয়ান পিয়েরো গাসপেরিনির দল যে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে! উয়েফার নতুন নিয়মে, ইউরোপিয়ান পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দুটি দল চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাবে। তার একটি আতালান্তা, দ্বিতীয়টি বুন্দেসলিগায় পাঁচে থাকলেও এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা বরুসিয়া ডর্টমুন্ড। সেই হিসেবে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সিরি আ ও বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়নস লিগে খেলবে পাঁচ দল। সিরি আয় অবশ্য এবার চমক দেখিয়েছে বোলোনা। ৬০ বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে ক্লাবটিকে। 

১৪ বছর পর স্টুর্টগার্ট: 
অবিশ্বাস্য এক মৌসুম কাটল বুন্দেসলিগায়। বায়ার্ন মিউনিখের দাপট ভেঙে নিজেদের ইতিহাসে প্রথম লিগ জিতেছে বেয়ার লেভারকুজেন। এই দুই ক্লাবের পাশাপাশি আগামী চ্যাম্পিয়নস লিগে খেলবে স্টুটগার্টও। ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তিনে থাকা ক্লাবটি এই অবস্থানে থেকে মৌসুম শেষ করতে যাচ্ছে। এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে স্টুটগার্টকে, আর ২০০৯-১০ মৌসুমের পর প্রথম। 

লিলে নাকি ব্রেস্ট: 
লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়ন পিএসজির পাশাপাশি মোনাকোরও চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত। তবে তৃতীয় স্থানে থাকার লড়াই চলছে লিলে ও ব্রেস্টের মধ্যে। দুই দলের পয়েন্ট সমান ৫৮। গোলও সমান ৫০। তবে ব্রেস্টের (৩৪) চেয়ে দুটি কম গোল হজম করায় তিনে লিলে (৩২)। লিগে দুই দলের বাকি মাত্র এক রাউন্ড। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে শুধু লিগ আঁ থেকে সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায় শীর্ষ তিন দল। চারে থাকা দলকে খেলতে হয় বাছাইপর্ব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত