আবারও স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের। বছর তিনেক আগে প্রথমবার ইউরোর ফাইনালে উঠে নিজেদের মাঠ ওয়েম্বলিতে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল গ্যারেথ সাউথগেটে দল। এবার হারল স্পেনের বিপক্ষে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইংলিশদের ২-১ গোলে হারিয়ে এক যুগ পর ইউরো জিতল স্প্যানিশরা।
১৯৬৬ সালে প্রথম বিশ্বকাপ জেতার পর থেকে আর কোনো বড় শিরোপার মুখ দেখেনি ইংল্যান্ড। সেই অপেক্ষা তাদের আরও বাড়ল। টানা দুইবার ইউরোর ফাইনাল খেলেও জিততে পারল না শিরোপা। আর স্পেন ২০১২ সালের পর আবারও বসল ইউরোপের সিংহাসনে। জাভি-ইনিয়েস্তাদের সোনালি প্রজন্মের হাত ধরে ২০০৮ ও ২০১২ সালে টানা দুই ইউরো জিতেছিল স্পেন। মাঝখানে ২০১০ সালে স্বাদ পায় প্রথম বিশ্বকাপের। আর কোনো দলের চার বছরে তিনটি প্রধান শিরোপা জেতার কীর্তি নেই। এ নিয়ে সর্বোচ্চ চারবার ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন। ছাড়িয়ে গেল জার্মানিকে (৩)।
আজ রাতে ইউরোর ফাইনালের প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল স্পেন। ৪৫ মিনিটে সেট পিস থেকে পাওয়া বলে ফিল ফোডেন দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। সেটিই ছিল প্রথমার্ধে স্পেনের গোলমুখে নেওয়া ইংল্যান্ডের প্রথম শট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পুরোপুরি পাল্টে যায় স্পেন। বিরতিতে যাওয়ার খানিক আগে হ্যারি কেইনের একটি শট রুখতে গিয়ে চোট পান রদ্রি। দ্বিতীয়ার্ধে তিনি আর নামেননি। তাতে কী! উল্টো রদ্রিকেই ছাড়াই ভয়ঙ্কর হয়ে উঠে স্প্যানিশরা।
প্রথমার্ধে ডিফেন্ডার লুক শ বেশ চোখে চোখে রেখেছিলেন লামিনে ইয়ামালকে। তবে একটু ফাঁক পেতেই স্প্যানিশ তারকা করলেন কাজের কাজটা। ৪৭ মিনিটে লামিনের বাড়ানো বল থেকেই দারুণ এক শটে বল জালে পাঠান নিকো উইলিয়ামস। গোল হজম করে থতমত খেয়ে যাওয়া ইংলিশদের আরও চেপে ধরে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৫৫ মিনিট পর্যন্ত আরও বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগ পেয়েছিল স্পেন।
৬৪ মিনিটে বেলিংহামের বক্সের বাইরে থেকে নেওয়া শট চলে যায় ইংল্যান্ডের গোলপোস্টের বাইরে দিয়ে। মিনিট খানেক পর লামিনে আবারও ঢুকে পড়েন ইংল্যান্ডের বক্সে। চাপ সামলে নিজেদের গুছিয়ে নেওয়া সাউথেগেটের দল সমতায় ফিরতে ধার বাড়ায় আক্রমণে। ফলটাও পেয়ে যায় দ্রুত। কোবি মাইনোর বদলি হিসেবে ৭০ মিনিটে মাঠে নামার তৃতীয় মিনিটে দর্শনীয় গোলে ইংল্যান্ডকে সমতায় ফেরান কোল পালমার। অনসাইড দিয়ে ঢুকে পড়া বুকায়ো সাকা বল বাড়ান বক্সে থাকা বেলিংহামের দিকে। মার্কিংয়ে থাকায় ইংলিশ মিডফিল্ডার প্রায় শুয়ে পড়ে বল ঠেলে দেনি পালমারের দিকে। চেলসি তারকার বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে খুঁজে নেন জাল। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও বদলি নেমে পার্থক্য গড়ে দিয়েছিলেন পালমার। অন্তিম সময়ে ওলি ওয়াটকিনসের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেছিলেন চেলসি মিডফিল্ডার।
৮১ মিনিটে আরেকটি দারুণ আক্রমণ চালালেও গোল পায়নি স্পেন। ৮৬ মিনিটে আবারও উদ্যাপনে মেতে ওঠে তারা। মার্ক কুকুরেলার পাস থেকে সুইপ করে স্পেনকে এগিয়ে দেন বদলি নামা মিকেল ওয়ারজাবাল। পরের মিনিটে বেলিংহামের বাড়ানো বল বক্সে থাকা ওয়াটকিনস কাজে লাগাতে পারলে সমতায় ফিরতে পারত ইংল্যান্ড। ৯০ মিনিটে স্পেনকে বাঁচান দানি ওলমো। গোলরক্ষকের ফেরানো বলে হেড নিয়েছিলেন ডেকলাইন রাইস। লাইন থেকে দারুণভাবে হেডে বল ফিরিয়ে দেন ওলমো। শেষ পর্যন্ত যোগ করা চার মিনিটেও আর সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। আবারও তাদের হৃদয় ভাঙল ফাইনালে।
আবারও স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের। বছর তিনেক আগে প্রথমবার ইউরোর ফাইনালে উঠে নিজেদের মাঠ ওয়েম্বলিতে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল গ্যারেথ সাউথগেটে দল। এবার হারল স্পেনের বিপক্ষে। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ইংলিশদের ২-১ গোলে হারিয়ে এক যুগ পর ইউরো জিতল স্প্যানিশরা।
১৯৬৬ সালে প্রথম বিশ্বকাপ জেতার পর থেকে আর কোনো বড় শিরোপার মুখ দেখেনি ইংল্যান্ড। সেই অপেক্ষা তাদের আরও বাড়ল। টানা দুইবার ইউরোর ফাইনাল খেলেও জিততে পারল না শিরোপা। আর স্পেন ২০১২ সালের পর আবারও বসল ইউরোপের সিংহাসনে। জাভি-ইনিয়েস্তাদের সোনালি প্রজন্মের হাত ধরে ২০০৮ ও ২০১২ সালে টানা দুই ইউরো জিতেছিল স্পেন। মাঝখানে ২০১০ সালে স্বাদ পায় প্রথম বিশ্বকাপের। আর কোনো দলের চার বছরে তিনটি প্রধান শিরোপা জেতার কীর্তি নেই। এ নিয়ে সর্বোচ্চ চারবার ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন। ছাড়িয়ে গেল জার্মানিকে (৩)।
আজ রাতে ইউরোর ফাইনালের প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল স্পেন। ৪৫ মিনিটে সেট পিস থেকে পাওয়া বলে ফিল ফোডেন দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। সেটিই ছিল প্রথমার্ধে স্পেনের গোলমুখে নেওয়া ইংল্যান্ডের প্রথম শট।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পুরোপুরি পাল্টে যায় স্পেন। বিরতিতে যাওয়ার খানিক আগে হ্যারি কেইনের একটি শট রুখতে গিয়ে চোট পান রদ্রি। দ্বিতীয়ার্ধে তিনি আর নামেননি। তাতে কী! উল্টো রদ্রিকেই ছাড়াই ভয়ঙ্কর হয়ে উঠে স্প্যানিশরা।
প্রথমার্ধে ডিফেন্ডার লুক শ বেশ চোখে চোখে রেখেছিলেন লামিনে ইয়ামালকে। তবে একটু ফাঁক পেতেই স্প্যানিশ তারকা করলেন কাজের কাজটা। ৪৭ মিনিটে লামিনের বাড়ানো বল থেকেই দারুণ এক শটে বল জালে পাঠান নিকো উইলিয়ামস। গোল হজম করে থতমত খেয়ে যাওয়া ইংলিশদের আরও চেপে ধরে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ৫৫ মিনিট পর্যন্ত আরও বেশ কয়েকবার গোলের দারুণ সুযোগ পেয়েছিল স্পেন।
৬৪ মিনিটে বেলিংহামের বক্সের বাইরে থেকে নেওয়া শট চলে যায় ইংল্যান্ডের গোলপোস্টের বাইরে দিয়ে। মিনিট খানেক পর লামিনে আবারও ঢুকে পড়েন ইংল্যান্ডের বক্সে। চাপ সামলে নিজেদের গুছিয়ে নেওয়া সাউথেগেটের দল সমতায় ফিরতে ধার বাড়ায় আক্রমণে। ফলটাও পেয়ে যায় দ্রুত। কোবি মাইনোর বদলি হিসেবে ৭০ মিনিটে মাঠে নামার তৃতীয় মিনিটে দর্শনীয় গোলে ইংল্যান্ডকে সমতায় ফেরান কোল পালমার। অনসাইড দিয়ে ঢুকে পড়া বুকায়ো সাকা বল বাড়ান বক্সে থাকা বেলিংহামের দিকে। মার্কিংয়ে থাকায় ইংলিশ মিডফিল্ডার প্রায় শুয়ে পড়ে বল ঠেলে দেনি পালমারের দিকে। চেলসি তারকার বক্সের বাইরে থেকে নেওয়া নিচু শটে খুঁজে নেন জাল। সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষেও বদলি নেমে পার্থক্য গড়ে দিয়েছিলেন পালমার। অন্তিম সময়ে ওলি ওয়াটকিনসের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করেছিলেন চেলসি মিডফিল্ডার।
৮১ মিনিটে আরেকটি দারুণ আক্রমণ চালালেও গোল পায়নি স্পেন। ৮৬ মিনিটে আবারও উদ্যাপনে মেতে ওঠে তারা। মার্ক কুকুরেলার পাস থেকে সুইপ করে স্পেনকে এগিয়ে দেন বদলি নামা মিকেল ওয়ারজাবাল। পরের মিনিটে বেলিংহামের বাড়ানো বল বক্সে থাকা ওয়াটকিনস কাজে লাগাতে পারলে সমতায় ফিরতে পারত ইংল্যান্ড। ৯০ মিনিটে স্পেনকে বাঁচান দানি ওলমো। গোলরক্ষকের ফেরানো বলে হেড নিয়েছিলেন ডেকলাইন রাইস। লাইন থেকে দারুণভাবে হেডে বল ফিরিয়ে দেন ওলমো। শেষ পর্যন্ত যোগ করা চার মিনিটেও আর সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। আবারও তাদের হৃদয় ভাঙল ফাইনালে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
২৬ মিনিট আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৬ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৮ ঘণ্টা আগে