নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও ছিল শেষ পর্যায়ে। তখনো স্পেন-জার্মানির ম্যাচের ফল ১-১ সমতা। দর্শকেরা হয়তো টাইব্রেকারের রোমাঞ্চ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বদলে গেল ম্যাচের গতিপথ। শেষ মুহূর্তে জার্মান সমর্থকদের চুপ করিয়ে দিলেন মিকেল মেরিনো। দানি ওলমোর পাস থেকে দুর্দান্ত হেডে করেছেন লক্ষ্যভেদ।
স্পেনের সেমিফাইনাল নিশ্চিত করা গোলের সঙ্গে হতাশায় ভাসালেন স্বাগতিক জার্মানিকে। গোলের পর স্প্যানিশ দর্শকদের বাঁধনহারা উল্লাস, সঙ্গে স্টুটগার্ট এরেনায় মেরিনো ‘ট্রেডমার্ক’ উদ্যাপনে সতেজ হয়ে ওঠে ৩৩ বছর আগের স্মৃতি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে গতকাল জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচটি হয়েছিল স্টুটগার্ট এরেনায়। এই মাঠে খেলেছেন মেরিনোর বাবা আনহেল মেরিনো। ১৯৯১ সালে উয়েফা কাপের দ্বিতীয় লেগে ওসাসুনার বিপক্ষে করেছিলেন দারুণ একটি গোলও। গোল করার পরই কর্নার ফ্ল্যাগের পাশ ঘুরে করেছিলেন ভিন্নরকম এক উদ্যাপন।
৩৩ বছর পর একই উদ্যাপন করে পিতার স্মৃতি ফেরালেন জুনিয়র মেরানো। জার্মানির বিপক্ষে ম্যাচের ১১৯ মিনিটে হেডে দুর্দান্ত গোল করে কর্নার ফ্ল্যাগ ঘিরে মুষ্টিবদ্ধ হাতে চক্কর দিয়ে উদ্যাপন করেন এই মিডফিল্ডার। শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যায় ‘লা রোজাদের’।
নাটকীয় ম্যাচটির পর উচ্ছ্বাসিত মেরিনো বললেন, ‘এই স্টেডিয়ামে এমন কিছু আছে যা আমাদের জন্য সৌভাগ্য এনে দিয়েছে। আমার বাবা এখানে গোল করেছে। এটি আমাদের জন্য বিশেষ স্টেডিয়াম।’ মিগেল মেরিনো স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআরকে বলেছেন, ‘তিনি তার ছেলের অর্জনে প্রচুর গর্ব অনুভব করেছেন এবং তার উদ্যাপন পুনরায় করা দেখে আনন্দিত হয়েছেন।’
স্পেনের জাতীয় দলের খেলা হয়নি সিনিয়র মেরিনোর। ছেলের প্রসঙ্গে রসিকতা করে বলেন, ‘উদ্দেশ্য ছিল আমাকে খারাপ দেখানোর। যদি সে ইতিমধ্যে আমাকে ছাড়িয়ে গিয়ে থাকে, এখন আর আমার স্টুটগার্ট গোলের একাত্মতা নেই। এখন আমাকে শুধু চুপ থাকতে হবে এবং তাকে বড় একটা চুম্বন দিতে হবে, কারণ এটা তাঁর প্রাপ্য।’
চর বছর আগে স্টুটগার্টের এই জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই স্পেনের জার্সিতে অভিষেক হয়েছিল মিকেল মেরিনোর। বর্তমানে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ও ছিল শেষ পর্যায়ে। তখনো স্পেন-জার্মানির ম্যাচের ফল ১-১ সমতা। দর্শকেরা হয়তো টাইব্রেকারের রোমাঞ্চ দেখার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই বদলে গেল ম্যাচের গতিপথ। শেষ মুহূর্তে জার্মান সমর্থকদের চুপ করিয়ে দিলেন মিকেল মেরিনো। দানি ওলমোর পাস থেকে দুর্দান্ত হেডে করেছেন লক্ষ্যভেদ।
স্পেনের সেমিফাইনাল নিশ্চিত করা গোলের সঙ্গে হতাশায় ভাসালেন স্বাগতিক জার্মানিকে। গোলের পর স্প্যানিশ দর্শকদের বাঁধনহারা উল্লাস, সঙ্গে স্টুটগার্ট এরেনায় মেরিনো ‘ট্রেডমার্ক’ উদ্যাপনে সতেজ হয়ে ওঠে ৩৩ বছর আগের স্মৃতি।
২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে গতকাল জার্মানির বিপক্ষে স্পেনের ম্যাচটি হয়েছিল স্টুটগার্ট এরেনায়। এই মাঠে খেলেছেন মেরিনোর বাবা আনহেল মেরিনো। ১৯৯১ সালে উয়েফা কাপের দ্বিতীয় লেগে ওসাসুনার বিপক্ষে করেছিলেন দারুণ একটি গোলও। গোল করার পরই কর্নার ফ্ল্যাগের পাশ ঘুরে করেছিলেন ভিন্নরকম এক উদ্যাপন।
৩৩ বছর পর একই উদ্যাপন করে পিতার স্মৃতি ফেরালেন জুনিয়র মেরানো। জার্মানির বিপক্ষে ম্যাচের ১১৯ মিনিটে হেডে দুর্দান্ত গোল করে কর্নার ফ্ল্যাগ ঘিরে মুষ্টিবদ্ধ হাতে চক্কর দিয়ে উদ্যাপন করেন এই মিডফিল্ডার। শেষে ২-১ গোলের ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে যায় ‘লা রোজাদের’।
নাটকীয় ম্যাচটির পর উচ্ছ্বাসিত মেরিনো বললেন, ‘এই স্টেডিয়ামে এমন কিছু আছে যা আমাদের জন্য সৌভাগ্য এনে দিয়েছে। আমার বাবা এখানে গোল করেছে। এটি আমাদের জন্য বিশেষ স্টেডিয়াম।’ মিগেল মেরিনো স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা এসইআরকে বলেছেন, ‘তিনি তার ছেলের অর্জনে প্রচুর গর্ব অনুভব করেছেন এবং তার উদ্যাপন পুনরায় করা দেখে আনন্দিত হয়েছেন।’
স্পেনের জাতীয় দলের খেলা হয়নি সিনিয়র মেরিনোর। ছেলের প্রসঙ্গে রসিকতা করে বলেন, ‘উদ্দেশ্য ছিল আমাকে খারাপ দেখানোর। যদি সে ইতিমধ্যে আমাকে ছাড়িয়ে গিয়ে থাকে, এখন আর আমার স্টুটগার্ট গোলের একাত্মতা নেই। এখন আমাকে শুধু চুপ থাকতে হবে এবং তাকে বড় একটা চুম্বন দিতে হবে, কারণ এটা তাঁর প্রাপ্য।’
চর বছর আগে স্টুটগার্টের এই জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়েই স্পেনের জার্সিতে অভিষেক হয়েছিল মিকেল মেরিনোর। বর্তমানে রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলছেন এই মিডফিল্ডার।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
২৬ মিনিট আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৬ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৮ ঘণ্টা আগে