Ajker Patrika

অজিদের কাছে বিধ্বস্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের জরুরি সভা

ক্রীড়া ডেস্ক    
জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি
জ্যামাইকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: এএফপি

জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ ২৭ রানে অলআউট। টেস্ট ক্রিকেটে যা তাদের সর্বনিম্ন দলীয় রান। আর একটি রান কম হলে সর্বনিম্ন ২৬ রানের রেকর্ডও ছুঁয়ে ফেলত তারা।

জ্যামাইকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর নড়ে চড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ডেকেছে জরুরি বৈঠক। যেখানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নামি সব সাবেক ক্রিকেটারদের।

তিন কিংবদন্তি ক্লাইভ লয়েড, স্যার ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারা ছাড়া বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে শিবনারায়ণ চন্দরপল, ডেসমন্ড হেইন্স ও ইয়ান ব্র্যাডশকে। তাঁরা সবাই মিলে ‘ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিশিয়েটিং কমিটি’-তে বসে সাম্প্রতিক ব্যর্থতার কারণ নিয়ে আলোচনা করবেন, পরামর্শ দেবেন কী করা যায়।

সাবেকদের নিয়ে কেন এই জরুরি বৈঠক? সিডব্লুআই সভাপতি কিশোর শ্যালোর উত্তর, ‘আমাদের সোনালি সময়ের গর্ব তাঁরা, তাঁদের হাতেই তৈরি হয়েছিল দুর্দান্ত দল। তাঁদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের দারুণভাবে সাহায্য করবে। এই আলোচনার লক্ষ্য বাস্তব পরিকল্পনা বের করে আনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত