প্রতিবার গোলের পর লামিনে ইয়ামালের উদ্যাপন খেয়াল করেছেন কি? প্রথমে দেখে মনে হবে, হয়তো মার্ভেল কমিকসের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’কে মনে করিয়ে দিচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যাওয়ার পরপরই গোল করে সন্তানদের উদ্দেশে এমন উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি। ইয়ামালের দুই হাত ক্রস করা উদ্যাপন দেখেও মনে হবে, তিনি ব্ল্যাক প্যান্থারের ভক্ত। তবে আঙুলের দিকে একটু খেয়াল করলে পরিষ্কার হবে সব।
আঙুল বাঁকিয়ে যে চিহ্ন লামিনে আঁকেন, সেটি ৩০৪। কাতালোনিয়া রাজ্যের জেলা রোকাফোন্ডার পোস্ট কোড। এখানেই বেড়ে উঠেছেন বার্সেলোনা তারকা। এই ১৬ বছর বয়সের কিশোরই এখন স্বপ্ন দেখাচ্ছেন স্পেনকে। এক যুগ পর স্প্যানিশদের ইউরোর ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এবার কি পারবেন শিরোপাটাও এনে দিতে?
গত বছর বার্সার জার্সিতে লা লিগায় অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় লামিনে। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে সমতায় ফেরানো বাঁ পায়ের অসাধারণ বাঁকানো গোলটির পর থেকে সেই আলোচনা দ্বিগুণ হয়েছে। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ও মাতোয়ারা ‘এল কর্দোভে’ নামে রোকাফোন্ডার স্থানীয় এক বারে আসা লোকজনও। ঘরের ছেলের এমন সাফল্যে মুখর তো হবেনই তাঁর জন্মভূমির লোকজন। উত্তর বার্সেলোনার এসব অধিবাসী অনেক দিন ধরে লামিনের ভিন্ন ফুটবলপ্রতিভা সম্পর্কে ওয়াকিবহাল। তবে কখনো মনে করেননি, এই ছেলে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়বেন। সেই বারের মালিক হুয়ান কার্লোসও গর্বিত লামিনের পারফরম্যান্সে। এএফপিকে তিনি বলেছেন, ‘আমরা জানতাম, সে বার্সেলোনার মূল দলে খেলছে। তবে ধারণায় ছিল না, সে এ ধরনের প্রভাব রাখবে।’
বারটির দেয়ালে ফ্রেমে বাঁধা লামিনের স্বাক্ষরিত একটি বার্সার জার্সিও রয়েছে। এটি দিয়েছেন তাঁর বাবা। লামিনে বার্সার যুব একাডেমি লা মাসিয়ায় ভর্তি হওয়ার আগে বাবার সঙ্গে এই বারে যেতেন। তবে এরপর বারে আর দেখা যায়নি তাঁকে। তবে এই নয় যে বার্সেলোনার উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরের ১ লাখ ৩০ হাজার অধিবাসীর শহর মাতারোতে (রোকাফোন্ডার প্রতিবেশি) ফেরেননি। এখানের লোকজন যে তাঁকে নিয়ে এখন গর্বই করেন। স্থানীয়রা গর্বের সঙ্গে তাঁর ছবি দেখান। শৈশবের কিছু সময় এখানেই কাটিয়েছেন লামিনে।
ইউরোর স্কোয়াডে লামিনের মতো তরুণদেরই প্রাধান্য দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সাফল্যও তিনি পেয়েছেন। এই তরুণদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে স্প্যানিশরা। ১৪ জুলাইয়ের ফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে লামিনে স্বাদ পাবেন প্রথম ইউরোর। তবে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা গ্যারেথ সাউথগেটের শিষ্যরাও যে ছেড়ে কথা বলবেন না! ইউরোর ক্ল্যাসিক ফাইনালের আগে ইংলিশ কোচ স্পেন-চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, ‘তারা সেরা দল। আমাদের প্রথমেই তাদের কাছ থেকে বল নিয়ে নিতে হবে।’
প্রতিবার গোলের পর লামিনে ইয়ামালের উদ্যাপন খেয়াল করেছেন কি? প্রথমে দেখে মনে হবে, হয়তো মার্ভেল কমিকসের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’কে মনে করিয়ে দিচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যাওয়ার পরপরই গোল করে সন্তানদের উদ্দেশে এমন উদ্যাপন করেছিলেন লিওনেল মেসি। ইয়ামালের দুই হাত ক্রস করা উদ্যাপন দেখেও মনে হবে, তিনি ব্ল্যাক প্যান্থারের ভক্ত। তবে আঙুলের দিকে একটু খেয়াল করলে পরিষ্কার হবে সব।
আঙুল বাঁকিয়ে যে চিহ্ন লামিনে আঁকেন, সেটি ৩০৪। কাতালোনিয়া রাজ্যের জেলা রোকাফোন্ডার পোস্ট কোড। এখানেই বেড়ে উঠেছেন বার্সেলোনা তারকা। এই ১৬ বছর বয়সের কিশোরই এখন স্বপ্ন দেখাচ্ছেন স্পেনকে। এক যুগ পর স্প্যানিশদের ইউরোর ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এবার কি পারবেন শিরোপাটাও এনে দিতে?
গত বছর বার্সার জার্সিতে লা লিগায় অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় লামিনে। ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে সমতায় ফেরানো বাঁ পায়ের অসাধারণ বাঁকানো গোলটির পর থেকে সেই আলোচনা দ্বিগুণ হয়েছে। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত ও মাতোয়ারা ‘এল কর্দোভে’ নামে রোকাফোন্ডার স্থানীয় এক বারে আসা লোকজনও। ঘরের ছেলের এমন সাফল্যে মুখর তো হবেনই তাঁর জন্মভূমির লোকজন। উত্তর বার্সেলোনার এসব অধিবাসী অনেক দিন ধরে লামিনের ভিন্ন ফুটবলপ্রতিভা সম্পর্কে ওয়াকিবহাল। তবে কখনো মনে করেননি, এই ছেলে ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়বেন। সেই বারের মালিক হুয়ান কার্লোসও গর্বিত লামিনের পারফরম্যান্সে। এএফপিকে তিনি বলেছেন, ‘আমরা জানতাম, সে বার্সেলোনার মূল দলে খেলছে। তবে ধারণায় ছিল না, সে এ ধরনের প্রভাব রাখবে।’
বারটির দেয়ালে ফ্রেমে বাঁধা লামিনের স্বাক্ষরিত একটি বার্সার জার্সিও রয়েছে। এটি দিয়েছেন তাঁর বাবা। লামিনে বার্সার যুব একাডেমি লা মাসিয়ায় ভর্তি হওয়ার আগে বাবার সঙ্গে এই বারে যেতেন। তবে এরপর বারে আর দেখা যায়নি তাঁকে। তবে এই নয় যে বার্সেলোনার উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরের ১ লাখ ৩০ হাজার অধিবাসীর শহর মাতারোতে (রোকাফোন্ডার প্রতিবেশি) ফেরেননি। এখানের লোকজন যে তাঁকে নিয়ে এখন গর্বই করেন। স্থানীয়রা গর্বের সঙ্গে তাঁর ছবি দেখান। শৈশবের কিছু সময় এখানেই কাটিয়েছেন লামিনে।
ইউরোর স্কোয়াডে লামিনের মতো তরুণদেরই প্রাধান্য দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার সাফল্যও তিনি পেয়েছেন। এই তরুণদের হাত ধরে নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে স্প্যানিশরা। ১৪ জুলাইয়ের ফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারলে লামিনে স্বাদ পাবেন প্রথম ইউরোর। তবে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠা গ্যারেথ সাউথগেটের শিষ্যরাও যে ছেড়ে কথা বলবেন না! ইউরোর ক্ল্যাসিক ফাইনালের আগে ইংলিশ কোচ স্পেন-চ্যালেঞ্জ নিয়ে বলেছেন, ‘তারা সেরা দল। আমাদের প্রথমেই তাদের কাছ থেকে বল নিয়ে নিতে হবে।’
ভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। অবশেষে যুদ্ধ লেগেই গেল। অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে একপক্ষ আক্রমণ করছে আরেকপক্ষকে। তাতে পাকিস্তানে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা-রিশাদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।
৩ মিনিট আগেনিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছে ৭ উইকেটের আয়েশি জয়। একই ভেন্যুতে আজ দ্বিতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ।
৩০ মিনিট আগেতিক্ত সম্পর্কের কারণে ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না ১২ বছর ধরে। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টেই শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এই দুই দল। তবে এখন থেকে ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করতে বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
১ ঘণ্টা আগেমুহাম্মাদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক হয়েছে তাঁর জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে—ওয়ানডে অভিষেকে মাত্র ২৪ বলে ফিফটি করে গড়েছেন দ্রুততম ফিফটির রেকর্ড। বর্তমানে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছেন বাংলাদেশ সফরে।
২ ঘণ্টা আগে