‘নানা অত্যাচারে মরছে হবিগঞ্জের সব নদী’
হবিগঞ্জের নদীগুলো ভালো নেই। দিন দিন চরম সংকটজনক অবস্থার দিকে যাচ্ছে। নতুন খোয়াই, পুরোনো খোয়াই, সুতাং, সোনাইসহ জেলার সব কটি
নদ-নদীর ওপর চলছে অত্যাচার। দখল, দূষণ, নদীর বুক থেকে অনিয়মতান্ত্রিকভাবে বালু-মাটি উত্তোলন এবং কলকারখানার বর্জ্য নিক্ষেপের কারণে মরছে এসব নদ-নদী।