Ajker Patrika

‘নানা অত্যাচারে মরছে হবিগঞ্জের সব নদী’

হবিগঞ্জ প্রতিনিধি
‘নানা অত্যাচারে মরছে হবিগঞ্জের সব নদী’

হবিগঞ্জের নদীগুলো ভালো নেই। দিন দিন চরম সংকটজনক অবস্থার দিকে যাচ্ছে। নতুন খোয়াই, পুরোনো খোয়াই, সুতাং, সোনাইসহ জেলার সব কটি 
নদ-নদীর ওপর চলছে অত্যাচার। দখল, দূষণ, নদীর বুক থেকে অনিয়মতান্ত্রিকভাবে বালু-মাটি উত্তোলন এবং কলকারখানার বর্জ্য নিক্ষেপের কারণে মরছে এসব নদ-নদী।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও খোয়াই রিভার ওয়াটারকিপার আয়োজিত মানববন্ধন ও পথসভায় বক্তারা এসব কথা বলেন। আগামী রোববার বিশ্ব নদী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার হবিগঞ্জ টাউন হলের সামনে এ মানববন্ধন হয়।

‘আমাদের গণমানুষের নৌপথ’ প্রতিপাদ্য নিয়ে সব নদী রক্ষায় উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন বাপা হবিগঞ্জের সভাপতি ইকরামুল ওয়াদুদ, সহসভাপতি তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার ও বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, তাসনিমুন হাসান, তৃষিতা কনা, নিসপা আক্তার, অরিত্র সাহা প্রমুখ।

হবিগঞ্জের নদীগুলোর বর্তমান চিত্র তুলে ধরে তোফাজ্জল সোহেল বলেন, ‘আমাদের নদ-নদীগুলো আজ নানামুখী অত্যাচারে চরম বিপর্যয়ের মুখে। নদী নিয়ে ব্যবসা করা, নদী দখল-ভরাট করা, নদীর ওপর স্থাপনা নির্মাণ, নদীদূষণ ইত্যাদি সব অন্যায় ও অবৈধ কাজ চলছে।’

তোফাজ্জল সোহেল বলেন, ‘৫ কিলোমিটার দীর্ঘ পুরোনো খোয়াই নদের অধিকাংশ দখল-ভরাটের আওতায় চলে গেছে। ২০১৯ সালে এই নদ থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে সেটা থেমে আছে।’

সুতাং নদ প্রসঙ্গে বাপা হবিগঞ্জের সভাপতি ইকরামুল ওয়াদুদ বলেন, ‘পরিবেশ আইনসহ দেশের সব আইন অমান্য করে হবিগঞ্জে গড়ে ওঠা কলকারখানার বর্জ্য নিক্ষেপ করা হচ্ছে সুতাংসহ আশপাশের জলাশয় ও কৃষিজমিতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত