Ajker Patrika

উচ্ছেদ অভিযান নিয়ে মুখোমুখি পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
উচ্ছেদ অভিযান নিয়ে মুখোমুখি পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নিয়ে পৌর মেয়র ও কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান মুখোমুখি অবস্থানে। গতকাল শহরের স্টেশন চৌমুহনীতে  কুলাউড়া সদর ইউপি কার্যালয়ের সামনে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ এবং কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান ও ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মোছাদ্দিক আহমদ নোমানের মধ্যে এ বাগ্‌বিতণ্ডা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শহরের চৌমুহনীতে জেলা পরিষদের জমিতে কুলাউড়া সদর ইউপি কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয় রয়েছে। গতকাল মেয়র সিপার উদ্দিন আহমদের নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান শুরু করেন। স্টেশন চৌমুহনী এলাকায় সদর ইউপি কার্যালয়ের সামনে বাড়তি টিনের চালা ও ফলের দোকান অপসারণ করতে গেলে চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান বিষয়টি জানতে চান। এ নিয়ে মেয়র ও ইউপি চেয়ারম্যানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।

খবর পেয়ে থানার ওসি মো. আব্দুছ ছালেক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

ইউপি চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ বলেন, ‘আমি কার্যালয়ের ভেতরেই ছিলাম। আমাকে আগে বললে স্থাপনা সরিয়ে নিতাম। অথচ, কেউ কিছু বলেননি। এটা নিয়ে আমি বিব্রত। আমিও অবৈধ স্থাপনা উচ্ছেদের পক্ষে।’

পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ বলেন, ‘আমরা পুরো শহরের প্রধান সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছি। আমাদের সঙ্গে কারও কিছু হয়নি।’

থানার ওসি মো. আব্দুছ ছালেক বলেন, উচ্ছেদ অভিযান নিয়ে মেয়র ও সদর ইউপি চেয়ারম্যানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত