Ajker Patrika

নতুন ভবন গলার কাঁটা ক্লাস হয় গাছতলায়

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
নতুন ভবন গলার কাঁটা ক্লাস হয় গাছতলায়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবন ভেঙে শুরু হয় নতুন ভবনের নির্মাণকাজ। তবে একটা পর্যায়ে গিয়ে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এদিকে বিকল্প ভবন না থাকায় ক্লাস নিয়ে বিপাকে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।

শ্রেণিকক্ষের অভাবে ঠিকমতো ক্লাস করানো সম্ভব হচ্ছে না। আবার কখনো ক্লাস হলেও সেটি নিতে হচ্ছে বিদ্যালয়ের মাঠের গাছতলায় কিংবা নির্মাণাধীন ভবনের বারান্দায়। ফলে মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে বিদ্যালয়ের নতুন ভবনটি গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

বিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাটিয়াজুরী উচ্চবিদ্যালয়ের চার তলা ভবনটির কাজ ২০১৯ সালের এপ্রিল মাসে শুরু হয়। ভবনের নির্মাণকাজ পায় চট্টগ্রামের এমএস নিপু ইন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২০ সালের ৫ আগস্ট কাজ শেষ হওয়ার কথা। তবে মেয়াদের পর আরও দুই বছর সময় পার হলেও শেষ হয়নি নির্মাণকাজ। মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। তবে কী কারণে কাজ বন্ধ রয়েছে, তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে অযত্ন-অবহেলায় পড়ে থাকা ভবনের নির্মাণসামগ্রী যেমন একদিকে নষ্ট হচ্ছে, তেমনি শ্রেণিকক্ষের অভাবে কষ্ট করতে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের। 
সরেজমিনে দেখা গেছে, পুরোনো ভবন ভেঙে সেই স্থানে নতুন ভবন তোলার কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে, গাছতলায় ক্লাস করতে হচ্ছে।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কাজী শাদমান আন নাফি জানায়, শ্রেণিকক্ষ না থাকায় তারা অনেক সময় রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে বাইরে দাঁড়িয়ে ক্লাসে অংশ নেয়। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, ‘নির্মাণসামগ্রী বিদ্যালয়ের আঙিনায় রাখায় তিন বছর ধরে ছাত্রছাত্রীদের প্রাত্যহিক সমাবেশ করানো যাচ্ছে না। তা ছাড়া ক্লাস নিতেও বিপাকে পড়তে হয়। বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো কাজ হচ্ছে না।’

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক বলেন, ‘ভবনের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ শিক্ষা অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। কিছুদিনের ভেতর ভবনের নির্মাণকাজ আবার শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত