হচ্ছে না নিলাম, চুরি যাচ্ছে গাছ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাভুক্ত সামাজিক বনায়নের অধিকাংশ বাগানের মেয়াদ পূর্ণ হলেও নিলামের উদ্যোগ নেয়নি বন বিভাগ। এ সুযোগে কামারছড়া বনবিট, আদমপুর বনবিট ও রাজকান্দি রেঞ্জ সদরের আগর বাগান ও কৃষি বন বাগান থেকে অবাধে চুরি হচ্ছে গাছ।