Ajker Patrika

চা-শ্রমিকদের দাবি আদায়ে পদযাত্রা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৫: ৪৯
চা-শ্রমিকদের দাবি আদায়ে পদযাত্রা

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ থেকে ৩০০ টাকা করার দাবি আদায়ের জন্য পদযাত্রায় নেমেছেন জুরাইন নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মিজানুর রহমান।

গত সোমবার দুপুরে শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিনি চুনারুঘাটের অবস্থিত চান্দপুর চা-বাগান থেকে হেঁটে ঢাকায় শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে তাঁর অবস্থান ছিল হবিগঞ্জের মাধবপুরে।

১৩ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। তখন থেকেই মিজানুর রহমান শ্রমিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

জানতে চাইলে মিজানুর রহমান বলেন, ‘চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকার দাবি যৌক্তিক। সেই দাবি নিয়ে হেঁটে শ্রম মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা দিয়েছি। গন্তব্যে যেতে সাত থেকে আট দিন সময় লাগতে পারে। ঢাকায় গিয়ে চা-শ্রমিকদের দাবির ব্যাপারে শ্রমমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।’

২০১৯ সাল থেকে বিশুদ্ধ পানির দাবিতে আন্দোলন করেন মিজানুর রহমান। ওই বছরের ২৩ এপ্রিল ঢাকা ওয়াসার পানি কেমন, তা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পান করানোর জন্য ওয়াসা ভবনে গিয়ে  আলোচনায় এসেছিলেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত