কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে চা-বাগান কারখানায় প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টা উৎপাদন ব্যাহত হচ্ছে। চা-বাগান থেকে তুলে আনা হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা প্রক্রিয়াজাতের জন্য কারখানায় জমা করা হলেও লোডশেডিংয়ে তা নষ্ট হচ্ছে। এতে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার আশঙ্কা করছেন চা-বাগান সংশ্লিষ্টরা। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান জেলা পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা।
বাংলাদেশ চা সংসদের কমলগঞ্জের মনু-ধলই ভ্যালি সার্কেলের চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম লোডশেডিংয়ের কারণে চা উৎপাদনের ক্ষতির কথা স্বীকার করে আজকের পত্রিকা বলেন, বর্তমানে রেকর্ড পরিমাণ চা-পাতা উত্তোলন করা হচ্ছে। তবে প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হওয়ায় কারখানাগুলোতে ব্যাপক পরিমাণে চা-পাতা নষ্ট হচ্ছে।
জানা গেছে, ১৩ আগস্ট থেকে দেশের ১৬৭টি বাগানের চা শ্রমিকেরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। তাদের ধর্মঘটের কারণে দুই সপ্তাহ ধরে চা-পাতা উত্তোলন ও কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। মৌসুমের এ সময়ে অনুকূল আবহাওয়া থাকায় চা-গাছগুলোতে কুঁড়ি গজাতে থাকে। চা-শ্রমিকদের আন্দোলনের কারণে ২৭ আগস্ট মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী।
দুই সপ্তাহ বন্ধ থাকার পর ২৮ আগস্ট থেকে চা-শ্রমিকেরা কাজ শুরু করেন। লোডশেডিংয়ের কারণে কারখানায় প্রক্রিয়াজাতের জন্য রক্ষিত হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা নষ্ট হচ্ছে।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। বর্তমানে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দৈনিক ১৪ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার স্থলে পাচ্ছি ১১ মেগাওয়াট। ফলে কিছুটা লোডশেডিং হচ্ছে। তবে চা উৎপাদন ব্যাহত ও নষ্ট হওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করেছি। আশা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে।’
মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে চা-বাগান কারখানায় প্রতিদিন গড়ে চার-পাঁচ ঘণ্টা উৎপাদন ব্যাহত হচ্ছে। চা-বাগান থেকে তুলে আনা হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা প্রক্রিয়াজাতের জন্য কারখানায় জমা করা হলেও লোডশেডিংয়ে তা নষ্ট হচ্ছে। এতে কাঙ্ক্ষিত উৎপাদন না পাওয়ার আশঙ্কা করছেন চা-বাগান সংশ্লিষ্টরা। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান জেলা পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা।
বাংলাদেশ চা সংসদের কমলগঞ্জের মনু-ধলই ভ্যালি সার্কেলের চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম লোডশেডিংয়ের কারণে চা উৎপাদনের ক্ষতির কথা স্বীকার করে আজকের পত্রিকা বলেন, বর্তমানে রেকর্ড পরিমাণ চা-পাতা উত্তোলন করা হচ্ছে। তবে প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হওয়ায় কারখানাগুলোতে ব্যাপক পরিমাণে চা-পাতা নষ্ট হচ্ছে।
জানা গেছে, ১৩ আগস্ট থেকে দেশের ১৬৭টি বাগানের চা শ্রমিকেরা দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন। তাদের ধর্মঘটের কারণে দুই সপ্তাহ ধরে চা-পাতা উত্তোলন ও কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। মৌসুমের এ সময়ে অনুকূল আবহাওয়া থাকায় চা-গাছগুলোতে কুঁড়ি গজাতে থাকে। চা-শ্রমিকদের আন্দোলনের কারণে ২৭ আগস্ট মালিকপক্ষের সঙ্গে বৈঠক শেষে দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেন প্রধানমন্ত্রী।
দুই সপ্তাহ বন্ধ থাকার পর ২৮ আগস্ট থেকে চা-শ্রমিকেরা কাজ শুরু করেন। লোডশেডিংয়ের কারণে কারখানায় প্রক্রিয়াজাতের জন্য রক্ষিত হাজার হাজার কেজি কাঁচা চা-পাতা নষ্ট হচ্ছে।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার মীর গোলাম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। বর্তমানে ২ থেকে ৩ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। দৈনিক ১৪ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার স্থলে পাচ্ছি ১১ মেগাওয়াট। ফলে কিছুটা লোডশেডিং হচ্ছে। তবে চা উৎপাদন ব্যাহত ও নষ্ট হওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করেছি। আশা করা হচ্ছে, এ মাসের শেষের দিকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪