Ajker Patrika

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে  গলা কেটে হত্যা

হবিগঞ্জের চুনারুঘাটে ঘরে ঢুকে পলি আক্তার নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পলি আক্তার (৩০) ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।

 
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের গাবরু মিয়ার সঙ্গে সৌদিপ্রবাসী আক্তার মিয়ার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে প্রতিপক্ষ গাবরু মিয়ার ছেলে মাসুক মিয়া (৩০) ও মামুন মিয়াসহ (২০) আত্মীয়স্বজনরা পলি আক্তারের ঘরে ঢুকে তাঁকে বঁটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

ওসি আরও জানান, লাশ চুনারুঘাট থানায় রয়েছে। সুরতহাল তৈরি করার পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত