Ajker Patrika

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ায় বিক্ষোভ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিএনপি নেতার বাড়িতে  আগুন দেওয়ায় বিক্ষোভ

সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গতকাল শনিবার বিকেলে পৌর পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ হয়। 
উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়ারা সাদ মাস্টার সভাপতিত্বে ও সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাশিম ডালিম প্রমুখ।

সমাবেশে বক্তারা গভীর রাতে সরকার দলীয় মদদপুষ্ট কিছু কুচক্রী মহল কর্তৃক অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত