সুনামগঞ্জে বাড়ছে নদীর পানি: কেউ আশায়, কেউ শঙ্কায়
সুনামগঞ্জে ও উজানে কয়েক দিন ধরে মাঝারি ও ভারি বৃষ্টিপাতে নদ–নদীর পানি বাড়লেও এখনো তা বিপৎসীমার নিচে রয়েছে। এদিকে নদীর পানি বাড়ায় হাওরের স্লুইসগেট খুলে দিয়েছে উপজেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখন মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, এতে বন্যার কোনো শঙ্কা নেই।