জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় হাসমত আলী নামের এক সাবেক বিএনপি নেতা বক্তব্যের শেষে এ স্লোগান দেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাঁর বক্তব্য শেষ করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ওই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘কিছু কিছু লোক আহ্বায়ক কমিটিকে নিয়ে মন্তব্য করছেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে-শুনে বলবেন। লাইভে কী বলছেন আমাদের কাছে সবকিছু আছে। আমার কাছে সুঁইও আছে। মুখ সেলাই দিয়ে দেব, অতিরিক্ত কথা বললে।’
নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
এদিকে ভাইরাল ভিডিও নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। রাজনীতির শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছি। কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে অসাবধানতাবশত এ ভুল হয়েছে।’
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় হাসমত আলী নামের এক সাবেক বিএনপি নেতা বক্তব্যের শেষে এ স্লোগান দেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাঁর বক্তব্য শেষ করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ওই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘কিছু কিছু লোক আহ্বায়ক কমিটিকে নিয়ে মন্তব্য করছেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে-শুনে বলবেন। লাইভে কী বলছেন আমাদের কাছে সবকিছু আছে। আমার কাছে সুঁইও আছে। মুখ সেলাই দিয়ে দেব, অতিরিক্ত কথা বললে।’
নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
এদিকে ভাইরাল ভিডিও নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। রাজনীতির শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছি। কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে অসাবধানতাবশত এ ভুল হয়েছে।’
রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পারুল ইউনিয়নের গুলাল গ্রামের ওই যুবকের বাড়ির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগেমানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর শরীরে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের।
২১ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সংস্কার না হয়ে নির্বাচন হলে বিগত সরকারের মতো চোর ডাকাতরা নির্বাচিত হবে।’ আজ শনিবার দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
২৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবার বিষমুক্ত আম চাষাবাদ শুরু হয়েছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পার্টনার প্রকল্পের আওতায় এই চাষাবাদকে বলা হচ্ছে ‘উত্তম কৃষি চর্চা’ বা GAP (Good Agricultural Practices) পদ্ধতি।
২৪ মিনিট আগে