জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় হাসমত আলী নামের এক সাবেক বিএনপি নেতা বক্তব্যের শেষে এ স্লোগান দেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাঁর বক্তব্য শেষ করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ওই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘কিছু কিছু লোক আহ্বায়ক কমিটিকে নিয়ে মন্তব্য করছেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে-শুনে বলবেন। লাইভে কী বলছেন আমাদের কাছে সবকিছু আছে। আমার কাছে সুঁইও আছে। মুখ সেলাই দিয়ে দেব, অতিরিক্ত কথা বললে।’
নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
এদিকে ভাইরাল ভিডিও নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। রাজনীতির শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছি। কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে অসাবধানতাবশত এ ভুল হয়েছে।’
সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির সভায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভায় হাসমত আলী নামের এক সাবেক বিএনপি নেতা বক্তব্যের শেষে এ স্লোগান দেন।
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বাধা দেন। পরে তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলে তাঁর বক্তব্য শেষ করেন।
গতকাল মঙ্গলবার বিকেলে দিরাই উপজেলা ও পৌর বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির ওই নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘কিছু কিছু লোক আহ্বায়ক কমিটিকে নিয়ে মন্তব্য করছেন। মাথা নষ্ট হয়ে গেছে। কথা বুঝে-শুনে বলবেন। লাইভে কী বলছেন আমাদের কাছে সবকিছু আছে। আমার কাছে সুঁইও আছে। মুখ সেলাই দিয়ে দেব, অতিরিক্ত কথা বললে।’
নবগঠিত দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম চৌধুরীর পরিচালনায় এ সভায় উপস্থিত ছিলেন নবগঠিত পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল হোসেন চৌধুরী, বিএনপির সাবেক সহসভাপতি রশীদ আহমদ চৌধুরী বাচ্চু, প্রচার সম্পাদক আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
এদিকে ভাইরাল ভিডিও নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে ব্যাপক সমালোচনা।
এ বিষয়ে জানতে চাইলে দিরাই পৌর যুবদলের সাবেক সহসভাপতি হাসমত আলী বলেন, ‘আমি দীর্ঘদিন দিরাই পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছি। রাজনীতির শুরু থেকেই বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছি। কয়েক দিন ধরে আমি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে অসাবধানতাবশত এ ভুল হয়েছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে এ দাবি জানান তাঁরা।
৩ মিনিট আগেছাত্র-জনতার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সব শহীদ ও আহত জুলাই যোদ্ধার স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। আজ সোমবার প্রধান কার্যালয়সহ আওতাধীন সব রিজিয়ন ও জোন দপ্তরে একযোগে এসব কর্মসূচি পালিত হয়।
১৪ মিনিট আগেসাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ যাওয়ার ঘটনায় প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে আবার আগের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
১৮ মিনিট আগেপ্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেছেন, দুটি প্রকল্পের আওতায় সারা দেশে ১৬৫টি উপজেলা এবং বান্দরবান ও কক্সবাজারের সবগুলো উপজেলায় সেপ্টেম্বরের মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা হবে। আজ সোমবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জেলার স্টেকহোল্
২৪ মিনিট আগে