Ajker Patrika

সিলেটে তালামীয নেতার ওপর হামলা: শিবির নিন্দা জানানোয় বক্তব্য পাল্টাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
সিলেট মহানগর ছাত্রশিবিরের বিবৃতি। ছবি: সিলেট শিবির
সিলেট মহানগর ছাত্রশিবিরের বিবৃতি। ছবি: সিলেট শিবির

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের ঘটনায় শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে এবার নিজের আগের বক্তব্য থেকে সরে এলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আগের বক্তব্য ‘যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না’।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় সিলেটে জামায়াত, আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতাদের যৌথ বৈঠক হয়। বৈঠকে ছাত্রশিবিরের হামলায় দায় স্বীকার করে মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম দুঃখপ্রকাশ করেন এবং এ ধরনের ভুল-বোঝাবুঝি আর যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

তবে ওই দিন রাতেই ফখরুল ইসলামের এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানায় মহানগর ছাত্রশিবির। সামাজিক মাধ্যমের অপপ্রচারে বিভ্রান্ত হয়ে মহানগর জামায়াতের আমির এ বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তা প্রত্যাহারেরও দাবি জানায় শিবির।

সিলেট মহানগর জামায়াতের বিবৃতি। ছবি: সিলেট জামায়াত
সিলেট মহানগর জামায়াতের বিবৃতি। ছবি: সিলেট জামায়াত

শিবিরের দাবির পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য ‘যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না’ বলে নতুন করে বিবৃতি দিয়েছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, ‘১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সিলেট এমসি কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ ও জাহিদুল ইসলাম হৃদয়সহ কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সৃষ্ট মারামারির ঘটনায় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় নানা খবর ছড়িয়ে পড়ে; যা সিলেটের সমাজ ও রাজনীতিতে প্রভাব ফেলেছে। এ অবস্থায় সিলেটের রাজনীতির পারস্পরিক সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করতে গতকাল (রোববার) আমরা জামায়াতের কয়েকজন দায়িত্বশীল আঞ্জুমানে আল ইসলাহ্‌র নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হই। বৈঠক শেষে আমি ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে যে বক্তব্য প্রদান করি তা যথাযথ তথ্য-উপাত্তের ভিত্তিতে ছিল না।’

মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, ‘এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি আশা করব, তদন্ত কমিটি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং তদন্তের মাধ্যমে যে বা যারা দোষী সাব্যস্ত হবে, তার বিচার নিশ্চিত হবে। বৈঠকে বক্তব্যে যে ভুল-বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত