Ajker Patrika

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান ২ দিনের রিমান্ডে

হবিগঞ্জ প্রতিনিধি
অ্যাডভোকেট মজিদ খান। ছবি: সংগৃহীত
অ্যাডভোকেট মজিদ খান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসাইনের আদালত শুনানির পর এই আদেশ দেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে রিপন শীল হত্যা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

এর আগে ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে মজিদ খানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন বানিয়াচং থানা-পুলিশ তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে ৯ জন নিহতের মামলায় তিনি ২ নম্বর আসামি। এ ছাড়া একই আন্দোলনে সদর এলাকায় নিহত রিপন শীল হত্যা মামলায় তাঁর নাম ৩ নম্বরে রয়েছে।

অ্যাডভোকেট মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বাদী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত