Ajker Patrika

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা, প্রতিবাদে ঝাড়ু মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে ঝাড়ু মিছিল। ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ঝাড়ু মিছিল। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্র ঘোষিত কমিটি ঘোষণা করা হলে এই ঝাড়ু মিছিল করা হয়।

ছয় মাসের জন্য কেন্দ্র ঘোষিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিব, সদস্যসচিব মাহদি হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন ও মুখপাত্র রাশেদা ইসলাম।

এদিকে খবর পেয়ে রাতেই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিবের নেতৃত্বে ঝাড়ু মিছিল বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কয়েকটি সড়ক ঘোরে। এ সময় তাঁরা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানব না’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’ বলে কমিটি প্রত্যাখ্যান করে বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে জানতে চাইলে এনামুল হক সাকিব আজকের পত্রিকাকে বলেন, টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। তাই কমিটি বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছেন। তিনি বলেন, আজ বুধবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত