নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তালামীয নেতার ওপর শিবিরের হামলার ঘটনায় জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালের বোর্ডরুমে দুটি অভিভাবক সংগঠনের নেতাদের মধ্যে এ বৈঠক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষই ‘ভিন্ন ভিন্ন’ বক্তব্য দিয়েছে গণমাধ্যমে।
রাতে জামায়াতের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আপস নিষ্পত্তি’ হয়েছে। আর তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রশিবিরের হামলার দায় স্বীকার করে জামায়াত নেতাদের দুঃখপ্রকাশ’।
উভয় বিবৃতিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ভুল-বোঝাবুঝি আর যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।
আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ্ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, আল ইসলাহ্ নেতা মাওলানা জইন উদ্দিন, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত প্রমুখ।
বৈঠক শেষে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসলামী ছাত্রশিবির ও তালামীযে ইসলামিয়া—দুটিই আমাদের হৃদয়ের ভালোবাসার সংগঠন। তাদের মধ্যে এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, সে ঘটনা নিয়ে মূলত আজকে আমাদের এ বসা। এখানে জামায়াত, আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতারা রয়েছি। উভয় পক্ষের আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা এ ঘটনার স্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখপ্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে।’
ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত। তারা যেটা করেছে, সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। আমরা পরস্পরই ইসলামি সংগঠন। আমরা দেশ এবং জাতির ভালো চাই। আমরা দেশে একটি ইসলামি পরিবেশ চাই। আমাদের উভয় সংগঠনের একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এ জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুলত্রুটি, ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়—সেখানে ইসলামবিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। এই অবস্থায় যদি আর কখনো এ ধরনের কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়, আমরা পরস্পর বসে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব। কোনোক্রমেই যেন এসব বিষয়ে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করে, যেটা করলে ইসলামের ক্ষতি হয়। এ বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাব।’
ফখরুল ইসলাম আরও বলেন, ‘সে দিনের ঘটনায় শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ যেভাবে আহত হয়েছে, আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, দুঃখপ্রকাশ করছি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা ও তার সুস্থতাও আমরা কামনা করছি। পাশাপাশি তার পরিবার-পরিজনের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি।’
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তালামীয নেতার ওপর শিবিরের হামলার ঘটনায় জামায়াত ও আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ রোববার সন্ধ্যায় নগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালের বোর্ডরুমে দুটি অভিভাবক সংগঠনের নেতাদের মধ্যে এ বৈঠক হয়। তবে বৈঠক শেষে উভয় পক্ষই ‘ভিন্ন ভিন্ন’ বক্তব্য দিয়েছে গণমাধ্যমে।
রাতে জামায়াতের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এমসি কলেজ ছাত্রাবাসে শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত ঘটনার আপস নিষ্পত্তি’ হয়েছে। আর তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেনের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘ছাত্রশিবিরের হামলার দায় স্বীকার করে জামায়াত নেতাদের দুঃখপ্রকাশ’।
উভয় বিবৃতিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাপারে নিন্দা জানিয়ে দুঃখপ্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ভুল-বোঝাবুঝি আর যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
বৈঠকে জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াত নেতা ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।
আঞ্জুমানে আল ইসলাহ্র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, আল ইসলাহ্ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, আল ইসলাহ্ নেতা মাওলানা জইন উদ্দিন, মাওলানা জিয়াউল ইসলাম মুহিত প্রমুখ।
বৈঠক শেষে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘ইসলামী ছাত্রশিবির ও তালামীযে ইসলামিয়া—দুটিই আমাদের হৃদয়ের ভালোবাসার সংগঠন। তাদের মধ্যে এমসি কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, সে ঘটনা নিয়ে মূলত আজকে আমাদের এ বসা। এখানে জামায়াত, আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতারা রয়েছি। উভয় পক্ষের আলাপ-আলোচনার ভিত্তিতে আমরা এ ঘটনার স্পষ্ট নিন্দা জ্ঞাপন করছি, দুঃখপ্রকাশ করছি। বিশেষ করে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সেখানে যে বাড়াবাড়িটুকু হয়েছে।’
ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের দৃষ্টিতে সেখানে ছাত্রশিবিরের কিছুসংখ্যক কর্মী এটার সঙ্গে জড়িত। তারা যেটা করেছে, সেটা অন্যায়ভাবে করেছে, এটা দুঃখজনক। আমরা পরস্পরই ইসলামি সংগঠন। আমরা দেশ এবং জাতির ভালো চাই। আমরা দেশে একটি ইসলামি পরিবেশ চাই। আমাদের উভয় সংগঠনের একই উদ্দেশ্য এবং লক্ষ্য। এ জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুলত্রুটি, ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়—সেখানে ইসলামবিরোধী পক্ষ মূলত উপকৃত হবে। এই অবস্থায় যদি আর কখনো এ ধরনের কোনো ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়, আমরা পরস্পর বসে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব। কোনোক্রমেই যেন এসব বিষয়ে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না করে, যেটা করলে ইসলামের ক্ষতি হয়। এ বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাব।’
ফখরুল ইসলাম আরও বলেন, ‘সে দিনের ঘটনায় শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ যেভাবে আহত হয়েছে, আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, দুঃখপ্রকাশ করছি এবং তার সুচিকিৎসা নিশ্চিত করা ও তার সুস্থতাও আমরা কামনা করছি। পাশাপাশি তার পরিবার-পরিজনের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি।’
নিজের লেখা কবিতার পাশাপাশি স্ত্রীর নামেও কবিতা ছাপিয়েছেন। বিকৃত করেছেন গল্প। চিত্রকলার কোনো ডিগ্রি না থাকলেও ছেলেকে দিয়ে আঁকিয়েছেন ছবি। এভাবেই চাকমা ভাষার পাঠ্যবইকে ‘পারিবারিক বই’-এ পরিণত করেছেন চাকমা মাতৃভাষা বইয়ের উন্নয়ন কমিটির আহ্বায়ক প্রসন্ন কুমার চাকমা। ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রম
২ ঘণ্টা আগেরংপুরের বদরগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যবাহী পশু মেলার মাঠ ধ্বংস করে দুটি পুকুর খননের অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার পতনের আগে এ প্রকল্প হাতে নেওয়া হলেও সম্প্রতি বরাদ্দ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবাগানে বাগানে গাছভরা মুকুল দেখে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। গত শনিবার রাজশাহী মহানগরের কিছু এলাকা, পুঠিয়া, চারঘাট ও বাঘা উপজেলায় বৃষ্টি হয়েছে। ছিল ধুলোঝড়। বাঘায় বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে। গতকাল রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জে এবং সকালে বৃষ্টি হয়েছে নওগাঁর বিভিন্ন এলাকায়। এই ফাগুনের হঠাৎ বৃষ্ট
৩ ঘণ্টা আগেরাজশাহী বিভাগে জ্বালানি পরিবহন এবং বিক্রি নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের নেতাদের হাতে। নিজেদের স্বার্থে ব্যাঘাত ঘটলেই তাঁরা ধর্মঘটের ডাক দিয়ে জ্বালানি খাতকে জিম্মি করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, গত ১৫ বছর তাঁরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমির ইজারামূল্য (মাশুল) পরিশোধ করেননি গায়ের জোরে। শুধু বগুড়
৩ ঘণ্টা আগে