Ajker Patrika

মদনে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬: ৪৯
মদনে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনে শিয়ালের কামড়ে ১৭ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতদের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে রয়েছে, তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ুম মিয়া (৪০)। তারা সবাই চানগাঁও গ্রামের বাসিন্দা।

আহত কাইয়ুম মিয়া বলেন, ‘আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসে ছিলাম। হঠাৎ একটা শিয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয়, পাড়া-প্রতিবেশী ১৭ জনকে কামড়িয়েছে। এর পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।’

বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী জানান, ‘বুধবার রাত ১০টার দিকে শিয়ালের কামড়ে আহত রোগীরা আসে। আহত ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত