Ajker Patrika

এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত: নুর

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০: ৪৫
কুমিল্লা টাউন হল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা
কুমিল্লা টাউন হল মাঠে গণ অধিকার পরিষদের সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর অভিযোগ করে বলেন, সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরাসরি সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী পরিস্থিতিতে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরতে হবে। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা আশা করছি।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি সচিবালয়ের মতো স্পর্শকাতর ও সুরক্ষিত জায়গায় সরকার সঠিকভাবে নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের পক্ষে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও জনমনে উদ্বেগ দেখা দেবে।’

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, ‘আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। পাশাপাশি যদি সরকার নিরপেক্ষ আচরণে ব্যর্থ হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে একটি নিরপেক্ষ সরকার গঠন জরুরি হয়ে উঠতে পারে।’

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত