Ajker Patrika

লাখাইয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৪২
লাখাইয়ে খাদে পড়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত
লাখাইয়ে খাদে পড়ে উল্টে যাওয়া যাত্রীবাহী বাস। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। আজ বুধবার ভোরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের রাঢ়িশাল করাব উচ্চবিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার শিপপাশা গ্রামের মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০) ও রসুলপুরের মরুয়ারা (৪৫)। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা থেকে যাত্রীবাহী লাকী এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১৫৩১৭৯) বাসটি হবিগঞ্জের আজমিরীগঞ্জের উদ্দেশে যাত্রা করে। আজ ভোর ৫টার দিকে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের রাঢ়িশাল করাব উচ্চবিদ্যালয়ের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধারের করার কাজ চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত