সাকিবের ভালো লাগছে দুটি কারণে
নতুন করে সাকিব আল হাসান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর ক্রিকেটারদের মানসিকতা বদলের কথা বলেছিলেন। সাকিবের এই দলের মানসিকতা যে বদলেছে, সেটা মাঠেই প্রমাণিত। প্রতিপক্ষকে পিষে ফেলার মনোভাব, ভয়ডরহীন ক্রিকেট—কী নেই এই দলের মধ্যে! সবই আছে। ফলও পাওয়া শুরু করেছে দল!