Ajker Patrika

ড্রেসিংরুমের পরিবেশ খারাপ মনে করেন না সাকিব

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৫: ১৩
ড্রেসিংরুমের পরিবেশ খারাপ মনে করেন না সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের আচমকা অবসরের ঘটনায় পুরোনো প্রশ্নটা আবার নতুন করে জেগেছে, বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ ঠিকঠাক আছে তো? মাঝে বিসিবি সভাপতির এক সাক্ষাৎকার বাংলাদেশ দলের ড্রেসিংরুম নিয়ে ভিন্ন ধারণাই দিয়েছিল। তবে দ্বিতীয় মেয়াদে চণ্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর থেকে সুখী পরিবারের প্রতিচ্ছবি হিসেবে ধরা দিচ্ছিল বাংলাদেশ দলের ড্রেসিংরুম।

যদিও তামিমের অবসর নিয়ে নাটকীয় কাণ্ডে সেই ধারণা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য এ ধারণা একদমই উড়িয়ে দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে ড্রেসিংরুম অশান্ত হওয়ার মতো কোনো ব্যাপার নেই বলেও জানিয়েছেন তিনি। সাকিবের মতে, বাইরে থেকে দেখে অনেক কিছু মনে হয়। কিন্তু ড্রেসিংরুমের পরিবেশ ঠিকঠাকই আছে বলে মনে করেন তিনি। 

আগামীকাল প্রথম টি-টোয়েন্টি পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আসলে দেখেন, বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হতে পারে। ড্রেসিংরুমে আমার কাছে মনে হয় না আমরা মধ্যে কখনো অস্থিরতা ছিল কিংবা এখনো আছে। আবহ তো আমি সব সময়ই মনে করি ভালো আছে। অবশ্যই ফলাফলের কারণেই আপনারা সব সময় চিন্তা করবেন যে, ড্রেসিংরুমের অবস্থা ভালো নাকি খারাপ। তবে আমার কাছে মনে হয় না ড্রেসিংরুমের আবহ খুব একটা পরিবর্তন হয়, সেটা আমরা জিতি বা হারি। আমাদের এখন চেষ্টা থাকে সব সময় প্রতিদিন কীভাবে নিজেদের উন্নতি করতে পারি।’ 

আগামীকাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজে দলের সবার কাছ থেকে তাই সেরাটা চান সাকিব। তবে রশিদ খান-মুজিব উর রহমানদের বিপক্ষে কাজটা সহজ হবে না, এটা জানেন বাংলাদেশ অধিনায়কও। সাকিব তাই চ্যালেঞ্জ দেখছেন এখানেও, ‘আমরা যখন ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছি, ইংল্যান্ডের সঙ্গে ৩-০তে জিতলেও আয়ারল্যান্ডের কাছে একটা হেরেছি। চ্যালেঞ্জ আসলে টি-টোয়েন্টিতে অনেক বেশি। এই চ্যালেঞ্জই সংস্করণটাকে অনেক বেশি উপভোগ্য করে তোলে। আমাদের সামনে অবশ্যই বড় একটা চ্যালেঞ্জ। দুটি ম্যাচ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত