নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশের কোচিং স্টাফরা যাচ্ছেন আট-দশ দিনের ছুটিতে। দলের বেশির ভাগ ক্রিকেটারের ১০ দিনের ছুটি। তবে ছুটি নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাসের। আন্তর্জাতিক সূচির এই বিরতিতে তাঁরা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে যেহেতু জাতীয় দলের খেলা নেই, সময়টা কাজে লাগাতে চার ক্রিকেটারকে লিগ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। জিম আফ্রো টি-টেন লিগ খেলতে গতকালই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাসকিনের। কিন্তু ভ্রমণবিষয়ক জটিলতায় গতকাল যেতে পারেননি তিনি। তবে আজ যাওয়ার কথা রয়েছে তাঁর। লিগে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলবেন এই পেসার। ২০ থেকে ২৯ জুলাই হবে লিগটি। টুর্নামেন্ট শেষ করে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
জিম আফ্রো টি-টেন লিগ খেলতে আজ যাওয়ার কথা মুশফিকেরও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দুবাইয়ে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার আজই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। লিগে জোবার্গ বাফেলোসের হয়ে খেলবেন তিনি।
আগামী বৃহস্পতিবার কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩, চলবে ৬ আগস্ট পর্যন্ত। গতকাল আজকের পত্রিকাকে লিটন জানিয়েছেন, আজ রাতের ফ্লাইটে কানাডায় যাবেন তিনি। লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। কাল যাচ্ছেন সাকিবও। এই অলরাউন্ডার খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে।
গ্লোবাল লিগ খেলে সাকিব চলে আসবেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায়। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ২০ আগস্ট।
বাংলাদেশ দলের চার ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে কদিন আগে জালাল ইউনুস বলেছেন, ‘প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক, আমরা চাই খেলুক।
প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’
আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশের কোচিং স্টাফরা যাচ্ছেন আট-দশ দিনের ছুটিতে। দলের বেশির ভাগ ক্রিকেটারের ১০ দিনের ছুটি। তবে ছুটি নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাসের। আন্তর্জাতিক সূচির এই বিরতিতে তাঁরা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে।
সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে যেহেতু জাতীয় দলের খেলা নেই, সময়টা কাজে লাগাতে চার ক্রিকেটারকে লিগ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। জিম আফ্রো টি-টেন লিগ খেলতে গতকালই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাসকিনের। কিন্তু ভ্রমণবিষয়ক জটিলতায় গতকাল যেতে পারেননি তিনি। তবে আজ যাওয়ার কথা রয়েছে তাঁর। লিগে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলবেন এই পেসার। ২০ থেকে ২৯ জুলাই হবে লিগটি। টুর্নামেন্ট শেষ করে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
জিম আফ্রো টি-টেন লিগ খেলতে আজ যাওয়ার কথা মুশফিকেরও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দুবাইয়ে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার আজই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। লিগে জোবার্গ বাফেলোসের হয়ে খেলবেন তিনি।
আগামী বৃহস্পতিবার কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩, চলবে ৬ আগস্ট পর্যন্ত। গতকাল আজকের পত্রিকাকে লিটন জানিয়েছেন, আজ রাতের ফ্লাইটে কানাডায় যাবেন তিনি। লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। কাল যাচ্ছেন সাকিবও। এই অলরাউন্ডার খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে।
গ্লোবাল লিগ খেলে সাকিব চলে আসবেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায়। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ২০ আগস্ট।
বাংলাদেশ দলের চার ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে কদিন আগে জালাল ইউনুস বলেছেন, ‘প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক, আমরা চাই খেলুক।
প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪