Ajker Patrika

ছুটিতে সাকিব-লিটনদের অন্য ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২: ২০
ছুটিতে সাকিব-লিটনদের অন্য ব্যস্ততা

আফগানিস্তান সিরিজ শেষে বাংলাদেশের কোচিং স্টাফরা যাচ্ছেন আট-দশ দিনের ছুটিতে। দলের বেশির ভাগ ক্রিকেটারের ১০ দিনের ছুটি। তবে ছুটি নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাসের। আন্তর্জাতিক সূচির এই বিরতিতে তাঁরা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি লিগে।

সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপ। বড় দুটি টুর্নামেন্টের আগে যেহেতু জাতীয় দলের খেলা নেই, সময়টা কাজে লাগাতে চার ক্রিকেটারকে লিগ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। জিম আফ্রো টি-টেন লিগ খেলতে গতকালই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাসকিনের। কিন্তু ভ্রমণবিষয়ক জটিলতায় গতকাল যেতে পারেননি তিনি। তবে আজ যাওয়ার কথা রয়েছে তাঁর। লিগে বুলাওয়ায়ো ব্রেভসের হয়ে খেলবেন এই পেসার। ২০ থেকে ২৯ জুলাই হবে লিগটি। টুর্নামেন্ট শেষ করে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

জিম আফ্রো টি-টেন লিগ খেলতে আজ যাওয়ার কথা মুশফিকেরও। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দুবাইয়ে যাওয়া এই উইকেটকিপার ব্যাটার আজই জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। লিগে জোবার্গ বাফেলোসের হয়ে খেলবেন তিনি। 
আগামী বৃহস্পতিবার কানাডায় শুরু হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ২০২৩, চলবে ৬ আগস্ট পর্যন্ত। গতকাল আজকের পত্রিকাকে লিটন জানিয়েছেন, আজ রাতের ফ্লাইটে কানাডায় যাবেন তিনি। লিগে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন লিটন। কাল যাচ্ছেন সাকিবও। এই অলরাউন্ডার খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে।

গ্লোবাল লিগ খেলে সাকিব চলে আসবেন লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায়। সরাসরি চুক্তিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল টাইটান্স। একই দলে খেলবেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। ৩০ জুলাই শুরু হবে এই টুর্নামেন্ট। ফাইনাল ২০ আগস্ট।

বাংলাদেশ দলের চার ক্রিকেটারের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে কদিন আগে জালাল ইউনুস বলেছেন, ‘প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে (অনাপত্তিপত্র) দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক, আমরা চাই খেলুক।

প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত