Ajker Patrika

টি-টোয়েন্টিতে যাদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ 

টি-টোয়েন্টিতে যাদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ 

সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টিতে বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। ২০২৩ সালে টি-টোয়েন্টিতে বাংলাদেশ পাচ্ছে একের পর এক সাফল্য। বাংলাদেশকে হারানো প্রতিপক্ষের জন্য যেন হয়ে গেছে কঠিন কাজ।

বাংলাদেশ এ বছর সব টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ঘরের মাঠে। শুরুটা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই আসে আয়ারল্যান্ড। আইরিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। আর গতকাল আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো এই সংস্করণে সিরিজ জেতে বাংলাদেশ। ৮ ম্যাচের ৭ টিতেই জিতেছে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ, যার মধ্যে ইংল্যান্ড, আফগানরা পেয়েছে ধবলধোলাইয়ের স্বাদ।

আফগানিস্তান সহ পাঁচ দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। প্রথমটা হয়েছিল ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ। আর ২০২০ সালে জিম্বাবুয়ে ও সংযুক্ত আরব আমিরাতকে ২০২২ সালে এই সংস্করণে ধবলধোলাই করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। 
 
বাংলাদেশের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হলো যারা: 
আয়ারল্যান্ড (৩-০); আয়োজক: আয়ারল্যান্ড; ২০১২ 
জিম্বাবুয়ে (২-০); আয়োজক: বাংলাদেশ; ২০২০ 
সংযুক্ত আরব আমিরাত (২-০); আয়োজক: সংযুক্ত আরব আমিরাত; ২০২২ 
ইংল্যান্ড (৩-০); আয়োজক: বাংলাদেশ; ২০২৩ 
আফগানিস্তান (২-০) ;আয়োজক: বাংলাদেশ; ২০২৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত