২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্স হয়ে পড়েছিল অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল। গতকাল তারা টুর্নামেন্টে পেল প্রথম হারের স্বাদ। টাইগার্সকে ১৫ রানে হারিয়েছে ব্রাম্পটন উলভস।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং পায় ব্রাম্পটন উলভস। উলভসের ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব আল হাসান। ওভারের প্রথম বলেই সাকিবকে চার মারেন উলভসের ওপেনার উসমান খান। এরপর দ্বিতীয় বলে সিঙ্গেল নেন উসমান। তৃতীয় বলে অ্যারন জনসনের বলে ছক্কা হজম করেন সাকিব। প্রথম তিন বলে ১১ রান দেওয়া সাকিব টানা দুই বল ডট দিয়ে শেষ বলে পেয়েছেন উইকেট। অ্যারন জনসনকে বোল্ড করেন বাংলাদেশি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক খেলতে থাকেন উসমান। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেন উলভস। এরপর সপ্তম ওভারের দ্বিতীয় বলে উসমানকে ফেরান আয়ান আফজাল খান। একই ওভারের পঞ্চম বলে আয়ান নিয়েছেন হুসেইন তালাতের উইকেট।
আয়ানের জোড়া আঘাতেই শুরু হয় উলভস ব্যাটারদের নিয়মিত বিরতিতে উইকেট হারানো। সতীর্থদের আসা-যাওয়ার ভিড়ে এক প্রান্ত আগলে খেলতে থাকেন কলিন ডি গ্রান্ডহোম। ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার, যা উলভসের ইনিংসে সর্বোচ্চ রান। ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় উলভস। টাইগার্স বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন আয়ান ও কার্লোস ব্রাথওয়েট।
১৪৪ রানের লক্ষ্যে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় টাইগার্স। অধিনায়ক ক্রিস লিন ৯ রান ও মুহাম্মদ ওয়াসিম ৬ রান করে আউট হয়েছেন। ৩.২ ওভারে টাইগার্সের স্কোর ২ উইকেটে ৩২ রান। এরপর তৃতীয় উইকেটে ২৬ বলে ২৯ রানের জুটি গড়েন সাকিব ও দিলপ্রিত সিং। ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারকে বোল্ড করে জুটি ভাঙেন শহীদ আহমদজাই। এখান থেকেই পথ হারানো শুরু টাইগার্সদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মন্ট্রিয়ল টাইগার্স ১৯.১ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। ১৫ রানে জেতে ব্রাম্পটন উলভস। ম্যাচসেরা হয়েছেন ডি গ্রান্ডহোম। ৪০ বলে ৫৬ রান ও বোলিংয়ে ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উলভস। সমানসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্টে দ্বিতীয় মন্ট্রিয়ল টাইগার্স।
২০২৩ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়ল টাইগার্স হয়ে পড়েছিল অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতে জিতে টুর্নামেন্ট শুরু করেছিল। গতকাল তারা টুর্নামেন্টে পেল প্রথম হারের স্বাদ। টাইগার্সকে ১৫ রানে হারিয়েছে ব্রাম্পটন উলভস।
অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গতকাল টস হেরে প্রথমে ব্যাটিং পায় ব্রাম্পটন উলভস। উলভসের ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন সাকিব আল হাসান। ওভারের প্রথম বলেই সাকিবকে চার মারেন উলভসের ওপেনার উসমান খান। এরপর দ্বিতীয় বলে সিঙ্গেল নেন উসমান। তৃতীয় বলে অ্যারন জনসনের বলে ছক্কা হজম করেন সাকিব। প্রথম তিন বলে ১১ রান দেওয়া সাকিব টানা দুই বল ডট দিয়ে শেষ বলে পেয়েছেন উইকেট। অ্যারন জনসনকে বোল্ড করেন বাংলাদেশি এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। শুরুতে উইকেট হারালেও আক্রমণাত্মক খেলতে থাকেন উসমান। প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান করেন উলভস। এরপর সপ্তম ওভারের দ্বিতীয় বলে উসমানকে ফেরান আয়ান আফজাল খান। একই ওভারের পঞ্চম বলে আয়ান নিয়েছেন হুসেইন তালাতের উইকেট।
আয়ানের জোড়া আঘাতেই শুরু হয় উলভস ব্যাটারদের নিয়মিত বিরতিতে উইকেট হারানো। সতীর্থদের আসা-যাওয়ার ভিড়ে এক প্রান্ত আগলে খেলতে থাকেন কলিন ডি গ্রান্ডহোম। ৪০ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার, যা উলভসের ইনিংসে সর্বোচ্চ রান। ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয়ে যায় উলভস। টাইগার্স বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন আয়ান ও কার্লোস ব্রাথওয়েট।
১৪৪ রানের লক্ষ্যে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে হারায় টাইগার্স। অধিনায়ক ক্রিস লিন ৯ রান ও মুহাম্মদ ওয়াসিম ৬ রান করে আউট হয়েছেন। ৩.২ ওভারে টাইগার্সের স্কোর ২ উইকেটে ৩২ রান। এরপর তৃতীয় উইকেটে ২৬ বলে ২৯ রানের জুটি গড়েন সাকিব ও দিলপ্রিত সিং। ২১ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডারকে বোল্ড করে জুটি ভাঙেন শহীদ আহমদজাই। এখান থেকেই পথ হারানো শুরু টাইগার্সদের। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা মন্ট্রিয়ল টাইগার্স ১৯.১ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। ১৫ রানে জেতে ব্রাম্পটন উলভস। ম্যাচসেরা হয়েছেন ডি গ্রান্ডহোম। ৪০ বলে ৫৬ রান ও বোলিংয়ে ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উলভস। সমানসংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্টে দ্বিতীয় মন্ট্রিয়ল টাইগার্স।
‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩৬ মিনিট আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
১ ঘণ্টা আগেএকসময় বাংলাদেশ ফুটবলে দলবদল মানেই ছিল উৎসবের পরিবেশ। ঢাকঢোল পিটিয়ে ঘোড়ার গাড়িতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এসে খেলোয়াড়দের নিবন্ধন করাত ক্লাবগুলো। সেই দৃশ্যের দেখা মেলে এখন কালেভদ্রে। পরশু ছিল নতুন মৌসুমের প্রথম দলবদলের শেষ দিন। বাফুফে ভবনে নেই দলবদলের সেই উত্তাপ।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে বর্ণিল এক চরিত্রের নাম বব সিম্পসন। খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও ধারাভাষ্যকার—সবক্ষেত্রে নিজের অসামান্য ছাপ রেখেছেন তিনি। অন্যতম প্রভাবশালী এই ব্যক্তিত্বকে হারিয়ে শোকাস্তব্ধ এক দিন পার করছে অস্ট্রেলিয়া। শনিবার সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া ৮৯ বছর বয়সী সাবেক এই অধিনায়ক ও প্রথম
২ ঘণ্টা আগে