Ajker Patrika

সাকিব-ওয়াকারের রেকর্ডে আছেন স্টোকসও 

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১০: ৩৮
সাকিব-ওয়াকারের রেকর্ডে আছেন স্টোকসও 

কোচ ও অধিনায়ক পরিবর্তন হওয়ার পর থেকেই টেস্টে বদলে যাওয়া এক ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের মিশেলে গত এক বছর দেখা যাচ্ছে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট। সাকিব আল হাসান, ওয়াকার ইউনিসের এক রেকর্ডে ভাগও বসিয়েছেন বেন স্টোকস। 

হেডিংলিতে গতকাল অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ ছিল অধিনায়ক স্টোকসের ১৭ তম টেস্ট। ১৭ সংখ্যাতেই একবিন্দুতে মিলেছেন সাকিব, ওয়াকার ও স্টোকস। এই তিন ক্রিকেটারই অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টের প্রতিটিতেই ফল দেখেছেন। কোনোটিই ড্র হয়নি। 

টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত ১৯ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ ও হেরেছে ১৫ ম্যাচ। সর্বশেষ এ বছরের এপ্রিলে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন সাকিব। মিরপুরে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১৯৯০ সালে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ওয়াকারের। করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল পাকিস্তান। 

সাকিব, ওয়াকার জয় দিয়ে টেস্টে নেতৃত্বের শুরু করলেও স্টোকস তা পারেননি। ২০২০ সালে সাউদাম্পটনে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে প্রথম ১৭ টেস্টের হিসেবে সবচেয়ে সফল অধিনায়ক স্টোকস। ১৭ টেস্টের ১২ টিতেই জিতেছেন ইংলিশ অধিনায়ক। 

অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্ট: 
সাকিব আল হাসান: ৩ জয়, ১৪ পরাজয়
ওয়াকার ইউনিস: ১০ জয়, ৭ পরাজয়
বেন স্টোকস: ১২ জয়, ৫ পরাজয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত