কোচ ও অধিনায়ক পরিবর্তন হওয়ার পর থেকেই টেস্টে বদলে যাওয়া এক ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের মিশেলে গত এক বছর দেখা যাচ্ছে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট। সাকিব আল হাসান, ওয়াকার ইউনিসের এক রেকর্ডে ভাগও বসিয়েছেন বেন স্টোকস।
হেডিংলিতে গতকাল অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ ছিল অধিনায়ক স্টোকসের ১৭ তম টেস্ট। ১৭ সংখ্যাতেই একবিন্দুতে মিলেছেন সাকিব, ওয়াকার ও স্টোকস। এই তিন ক্রিকেটারই অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টের প্রতিটিতেই ফল দেখেছেন। কোনোটিই ড্র হয়নি।
টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত ১৯ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ ও হেরেছে ১৫ ম্যাচ। সর্বশেষ এ বছরের এপ্রিলে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন সাকিব। মিরপুরে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১৯৯০ সালে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ওয়াকারের। করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল পাকিস্তান।
সাকিব, ওয়াকার জয় দিয়ে টেস্টে নেতৃত্বের শুরু করলেও স্টোকস তা পারেননি। ২০২০ সালে সাউদাম্পটনে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে প্রথম ১৭ টেস্টের হিসেবে সবচেয়ে সফল অধিনায়ক স্টোকস। ১৭ টেস্টের ১২ টিতেই জিতেছেন ইংলিশ অধিনায়ক।
অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্ট:
সাকিব আল হাসান: ৩ জয়, ১৪ পরাজয়
ওয়াকার ইউনিস: ১০ জয়, ৭ পরাজয়
বেন স্টোকস: ১২ জয়, ৫ পরাজয়
কোচ ও অধিনায়ক পরিবর্তন হওয়ার পর থেকেই টেস্টে বদলে যাওয়া এক ইংল্যান্ডকে দেখা যাচ্ছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের মিশেলে গত এক বছর দেখা যাচ্ছে আক্রমণাত্মক বাজবল ক্রিকেট। সাকিব আল হাসান, ওয়াকার ইউনিসের এক রেকর্ডে ভাগও বসিয়েছেন বেন স্টোকস।
হেডিংলিতে গতকাল অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচ ছিল অধিনায়ক স্টোকসের ১৭ তম টেস্ট। ১৭ সংখ্যাতেই একবিন্দুতে মিলেছেন সাকিব, ওয়াকার ও স্টোকস। এই তিন ক্রিকেটারই অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্টের প্রতিটিতেই ফল দেখেছেন। কোনোটিই ড্র হয়নি।
টেস্টে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বে এখন পর্যন্ত ১৯ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৪ ম্যাচ ও হেরেছে ১৫ ম্যাচ। সর্বশেষ এ বছরের এপ্রিলে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন সাকিব। মিরপুরে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ১৯৯০ সালে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় ওয়াকারের। করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে জিতেছিল পাকিস্তান।
সাকিব, ওয়াকার জয় দিয়ে টেস্টে নেতৃত্বের শুরু করলেও স্টোকস তা পারেননি। ২০২০ সালে সাউদাম্পটনে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড হেরে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। তবে প্রথম ১৭ টেস্টের হিসেবে সবচেয়ে সফল অধিনায়ক স্টোকস। ১৭ টেস্টের ১২ টিতেই জিতেছেন ইংলিশ অধিনায়ক।
অধিনায়ক হিসেবে প্রথম ১৭ টেস্ট:
সাকিব আল হাসান: ৩ জয়, ১৪ পরাজয়
ওয়াকার ইউনিস: ১০ জয়, ৭ পরাজয়
বেন স্টোকস: ১২ জয়, ৫ পরাজয়
আন্দ্রে রাসেল একটা ব্যাট উপহার দিয়েছিলেন টিম ডেভিডকে। সেই ব্যাট দিয়েই ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো খুন করলেন! গত বছর নভেম্বরের পর অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি সংস্করণে ব্যাট করতে নামলেন ডেভিড। পরের ঘটনা উঠে গেছে রেকর্ড বইয়ে। মাত্র ৩৭ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৬ বলে করেছেন ফিফটি। অস্ট্রেলিয়ার হয়ে...
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২ ঘণ্টা আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
২ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৫ ঘণ্টা আগে