সাকিব বললেন, মিরাজ শুধু বিনিয়োগ করেছে, কষ্ট করেছে ইমরুল
সাকিব আল হাসান এখন শুধু একজন দেশবরেণ্য ক্রিকেটারই নন, সাংসদ সদস্যও। মঞ্চে উঠতেই উপস্থাপক হাসিমুখে সেটি আবারও স্মরণ করিয়ে দিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারও যে মজাচ্ছলে কথা বলতে বেশ পটু, সেটি আরেকবার জানিয়ে দিলেন মাইক্রোফোন হাতে।