ঝোড়ো ব্যাটিং করা সাকিবই হেলসের চোখে বিশ্বসেরা
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।