Ajker Patrika

আবারও ঝড় তুললেন সাকিব, সঙ্গ দিলেন মেহেদি

আবারও ঝড় তুললেন সাকিব, সঙ্গ দিলেন মেহেদি

আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৩০ বলে ৬৯ রান, ২০ বল করে ৩০ রান দিয়ে ২ উইকেট—স্বরূপে ফেরার আভাসটা সেদিনই দিয়েছিলেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে সেটিই ছিল তাঁর প্রথম ফিফটি। সাকিবের বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহ পেয়ে রংপুরও তুলে নেয় দাপুটে জয়। আজকেও ব্যাট হাতে ঝড় তুললেন দেশসেরা অলরাউন্ডার। ৩৯ বলে ৫ চার ও ৩ ছয়ে করলেন ৬২ রান। 

সাকিবের ‘ব্যাক টু ব্যাক’ ফিফটিতে এবারও বড় সংগ্রহ পেয়েছে রংপুর। আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তারা ৮ উইকেট হারিয়ে করেছে ১৮৭ রান। দিন তিনেক আগে খুলনার বিপক্ষে ৬০ রান করে সাকিবকে চমৎকার সঙ্গ দিয়েছিলেন শেখ মেহেদি হাসান। শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে দুজনে গড়েছিলেন ৪৮ বলে ১০৯ রানের জুটি। 

চট্টগ্রামে আজও একই দৃশ্যের পুনরাবৃত্তি। ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বসা রংপুরের স্কোরটা বড় হয়েছে সাকিব-মেহেদির জুটিতেই। এবার পঞ্চম উইকেটে ৬৮ রানের জুটি গড়েছেন তাঁরা। যেখানে মেহেদির রান ১৭ বলে ৪ ছয়ে ৩৪। শেষদিকে ৯ বলে ১ চার ও ১ ছয়ে ১৭ রানের ক্যামিও উপহার দেন শামীম হোসেন পাটওয়ারি। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা বেশ ভালোই করে রংপুর। ওপেনার রনি তালুকদার বেশ আত্মবিশ্বাসীই মনে হচ্ছিল। তবে ইনিংসটা বড় করতে পারেননি এবারও। ১৯ বলে ২ চার ও ২ ছয়ে ২৫ রান করে রনি বোল্ড হন শরীফুল ইসলামের বলে। দলের রান তখন ৩৩। তার সঙ্গে ১ রান যোগ হতেই রোমারিও শেফার্ড ফেরান আরেক ওপেনার রিজা হেন্ডরিকসকে (৪)। এর পরের উইকেট ব্রেন্ডন কিংকেও (২) ফেরান তিনি। উইন্ডিজ পেসারের তৃতীয় শিকার হোন সাকিব। দলের প্রয়োজনের সময় ইনিংস বড় করতে পারেননি খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান (৫)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত