নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২৩ বিপিএলে কদিন পরপরই ঘটছিল শৃঙ্খলাভঙ্গের ঘটনা। ম্যাচ চলার সময়ে খালেদ মাহমুদ সুজন ড্রেসিংরুমে ধূমপান করেছেন, সাকিব আল হাসান বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন আম্পায়ারের সঙ্গে। নাজমুল হোসেন শান্ত-শেখ মেহেদী হাসানের মতো তরুণ ক্রিকেটাররা হেলমেট ছুড়ে ফেলে অশোভন আচরণ করেছেন। ডিআরএস না থাকায় আউট নিয়ে আম্পায়ারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন কুমিল্লা কোচ সালাহ উদ্দিন। বিসিবি অবশ্য আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও দিয়েছে সবাইকে।
গতবার শাস্তির ঘটনা ১০টি ছাড়িয়ে গিয়েছিল। অথচ এবার দেখুন, কাল পর্যন্ত ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ ফি কেটে নেওয়ার শাস্তি একটিও ঘটেনি। ৪৬ ম্যাচের মধ্যে শেষ হয়েছে ৩৬টি। এ পর্যন্ত কোনো শাস্তি কিংবা ডিমেরিট পয়েন্টের ঘটনা নেই টুর্নামেন্টে। হ্যাঁ, এবারও বিপিএলে যে বিতর্ক নেই, তা নয়। তবে শৃঙ্খলা-ইস্যুতে তৃপ্তির ঢেকুর তুলতেই পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেছেন, ‘এবার এখনো কোনো ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি কোনো কোচ বা খেলোয়াড়কে। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসে আলোচনা হয়েছে, খেলোয়াড়-কোচদের নিয়মনীতি সম্পর্কে অবগত করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী সেভাবে ফল পাচ্ছি। এটা দারুণ ব্যাপার।’
আগের বার ম্যাচ অফিশিয়ালরা যথেষ্ট শাস্তি দিয়েছেন নিয়মভঙ্গকারীদের। পুনরাবৃত্তি ঠেকাতে এবার বিপিএল কাউন্সিল টুর্নামেন্ট শুরুর আগে সব নিয়ম জানিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক করে দিয়েছে। আউট নিয়ে বিতর্ক এড়াতে শুরু থেকেই আছে উন্নত প্রযুক্তির ডিআরএস। এমনকি স্লো ওভার রেটেরও কোনো ঘটনা নেই। রকিবুল বললেন, ‘ডিআরএস আছে, ৬০ সেকেন্ডের মধ্যে পরের বোলার বোলিং শুরু করবে, সবাই নিয়ম মানছে। শাস্তি-জরিমানাও নেই।’
এর মধ্যেও মাঠের বাইরের কিছু বিষয় সামনে এসেছে। টিম হোটেলে কুমিল্লার ম্যাথু ফোর্ডের কক্ষে রংপুরের নুরুল হাসান সোহানের ঘটনা, সাংবাদিকদের সঙ্গে সিলেটের সামিত প্যাটেলের প্রশ্নবিদ্ধ আচরণ। জাকের আলী অনিক জাতীয় দলে সুযোগ না পাওয়ার ব্যাখ্যায় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনের বর্ণবাদী মন্তব্য নিয়ে বেশ আলোচনা আছে। সালাহ উদ্দিনের মন্তব্য নিয়ে রকিবুল বললেন, ‘সালাহ উদ্দিনের ব্যাপারটা নিয়ে নিন্দা জানিয়েছি। বর্ণবাদের কোনো সুযোগ নেই। এটা তো বিসিবির দিকে চলে গেছে, নির্বাচকদের নিয়ে বলেছে। বিসিবি চাইলে এটার ব্যবস্থা নিতে পারে।’
বিপিএল চলে এসেছে প্রায় শেষ পর্বে। বাকি অংশেও যদি শাস্তি-জরিমানার ঘটনা না ঘটে, শৃঙ্খলার প্রশ্নে এই বিপিএলকে বিশেষ জায়গা দিতেই হবে।
২০২৩ বিপিএলে কদিন পরপরই ঘটছিল শৃঙ্খলাভঙ্গের ঘটনা। ম্যাচ চলার সময়ে খালেদ মাহমুদ সুজন ড্রেসিংরুমে ধূমপান করেছেন, সাকিব আল হাসান বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন আম্পায়ারের সঙ্গে। নাজমুল হোসেন শান্ত-শেখ মেহেদী হাসানের মতো তরুণ ক্রিকেটাররা হেলমেট ছুড়ে ফেলে অশোভন আচরণ করেছেন। ডিআরএস না থাকায় আউট নিয়ে আম্পায়ারের বিরুদ্ধে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন কুমিল্লা কোচ সালাহ উদ্দিন। বিসিবি অবশ্য আচরণবিধি লঙ্ঘনের শাস্তিও দিয়েছে সবাইকে।
গতবার শাস্তির ঘটনা ১০টি ছাড়িয়ে গিয়েছিল। অথচ এবার দেখুন, কাল পর্যন্ত ডিমেরিট পয়েন্ট আর ম্যাচ ফি কেটে নেওয়ার শাস্তি একটিও ঘটেনি। ৪৬ ম্যাচের মধ্যে শেষ হয়েছে ৩৬টি। এ পর্যন্ত কোনো শাস্তি কিংবা ডিমেরিট পয়েন্টের ঘটনা নেই টুর্নামেন্টে। হ্যাঁ, এবারও বিপিএলে যে বিতর্ক নেই, তা নয়। তবে শৃঙ্খলা-ইস্যুতে তৃপ্তির ঢেকুর তুলতেই পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেছেন, ‘এবার এখনো কোনো ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়নি কোনো কোচ বা খেলোয়াড়কে। টুর্নামেন্ট শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসে আলোচনা হয়েছে, খেলোয়াড়-কোচদের নিয়মনীতি সম্পর্কে অবগত করা হয়েছে। প্রত্যাশা অনুযায়ী সেভাবে ফল পাচ্ছি। এটা দারুণ ব্যাপার।’
আগের বার ম্যাচ অফিশিয়ালরা যথেষ্ট শাস্তি দিয়েছেন নিয়মভঙ্গকারীদের। পুনরাবৃত্তি ঠেকাতে এবার বিপিএল কাউন্সিল টুর্নামেন্ট শুরুর আগে সব নিয়ম জানিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সতর্ক করে দিয়েছে। আউট নিয়ে বিতর্ক এড়াতে শুরু থেকেই আছে উন্নত প্রযুক্তির ডিআরএস। এমনকি স্লো ওভার রেটেরও কোনো ঘটনা নেই। রকিবুল বললেন, ‘ডিআরএস আছে, ৬০ সেকেন্ডের মধ্যে পরের বোলার বোলিং শুরু করবে, সবাই নিয়ম মানছে। শাস্তি-জরিমানাও নেই।’
এর মধ্যেও মাঠের বাইরের কিছু বিষয় সামনে এসেছে। টিম হোটেলে কুমিল্লার ম্যাথু ফোর্ডের কক্ষে রংপুরের নুরুল হাসান সোহানের ঘটনা, সাংবাদিকদের সঙ্গে সিলেটের সামিত প্যাটেলের প্রশ্নবিদ্ধ আচরণ। জাকের আলী অনিক জাতীয় দলে সুযোগ না পাওয়ার ব্যাখ্যায় কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহ উদ্দিনের বর্ণবাদী মন্তব্য নিয়ে বেশ আলোচনা আছে। সালাহ উদ্দিনের মন্তব্য নিয়ে রকিবুল বললেন, ‘সালাহ উদ্দিনের ব্যাপারটা নিয়ে নিন্দা জানিয়েছি। বর্ণবাদের কোনো সুযোগ নেই। এটা তো বিসিবির দিকে চলে গেছে, নির্বাচকদের নিয়ে বলেছে। বিসিবি চাইলে এটার ব্যবস্থা নিতে পারে।’
বিপিএল চলে এসেছে প্রায় শেষ পর্বে। বাকি অংশেও যদি শাস্তি-জরিমানার ঘটনা না ঘটে, শৃঙ্খলার প্রশ্নে এই বিপিএলকে বিশেষ জায়গা দিতেই হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪