Ajker Patrika

বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৪৬
বড় লাফ দিয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন হাসারাঙ্গা 

২০২৪ বিপিএল শেষ হবে ১ মার্চ। এরপরই টি-টোয়েন্টি দিয়ে এ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কা, আফগানিস্তান দল দুটি খেলছে টি-টোয়েন্টি সিরিজের। ব্যস্ততা না থাকলেও ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এক বিভাগের শীর্ষস্থান থেকে সাকিবকে কেউই হটাতে পারেননি।

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং ২৫৬। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের র‍েটিং পয়েন্ট ২৩৯। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ম্যাচ খেলে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ২১৭.০৭ স্ট্রাইকরেট ও ৪৪.৫ গড়ে ৮৯ রান করে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক এখনো পর্যন্ত তিনি। 

টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি:এএফপিটি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে হাসারাঙ্গার। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন তিনি। এখানে তাঁর রেটিং ৭০৫। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা বোলারও লেগস্পিনার। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আদিল রশিদ। হাসারাঙ্গা দুইয়ে ওঠায় এই র‍্যাঙ্কিংয়ে তিনে নেমে গেছেন তারই সতীর্থ মাহিশ তিকশানা। তিকশানার রেটিং পয়েন্ট ৬৭৬। চার ও পাঁচে থাকা দুই বোলারই বাঁহাতি স্পিনার। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। পাঁচে থাকা ভারতের অক্ষর প্যাটেলের রেটিং পয়েন্ট ৬৬০।

বোলিং, অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে উন্নতি করা হাসারাঙ্গা কয়েক দিন আগেও এক রেকর্ড গড়েছেন। ডাম্বুলায় গত পরশু আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাসারাঙ্গার উইকেট হলো ১০১। লাসিথ মালিঙ্গার পর দ্বিতীয় লঙ্কান বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ৬৩ ম্যাচে ১০১ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে নিয়েছেন ১০০ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত