২০১৯ সালের ৭ মে—রশিদ খানকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর পারফরম্যান্সে সাকিবের উত্থান-পতন হয়েছে অনেকবার। তবু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাননি তিনি। অবশেষে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সিংহাসনচ্যুত হয়েছেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। নবী শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০।
শীর্ষস্থান হারালেও এক জায়গায় নিজের রাজত্ব ধরে রেখেছেন সাকিব। টানা সর্বোচ্চ ১৭৩৯ দিন ওয়ানডের শীর্ষস্থানে থাকার রেকর্ড। সব মিলিয়ে ৪২৭৬ দিনও র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ শীর্ষে থাকার রেকর্ড। বাংলাদেশি অলরাউন্ডারের পরে দুই মেয়াদ মিলিয়ে ৩৮১৬ দিন নিয়ে দুইয়ে আছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।
অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১ উইকেট ও ১৩৬ রানের সৌজন্যে শীর্ষে ওঠা নবীও সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। ৩৯ বছর ১ মাস বয়স নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। আফগানিস্তান অলরাউন্ডারের আগে ৩৮ বছর ৮ মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার তিলকরত্নে দিলশান।
আরেক আফগানিস্তানি আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলে ১৯ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই অলরাউন্ডার। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়েছেন চরিত আসালাঙ্কাও। এতে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার ব্যাটার। আর প্রথম ওয়ানডেতে ২১০ রানের ইনিংসে ১০ ধাপ এগিয়ে পাতুম নিশাঙ্কা উঠে এসেছেন ১৮ নম্বরে। সঙ্গে ৬ ধাপ এগিয়ে ৪১ নম্বরে সাদিরা সামারাবিক্রমা।
ব্যাটিংয়ের অন্য পজিশনে পরিবর্তন হলেও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর আজম। বাবরের মতোই টেস্টে কেন উইলিয়ামসন (৮১৮) এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে আছেন সূর্যকুমার যাদব (৮৬১)। অন্যদিকে ৮৮১ রেটিং পয়েন্টে টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা। ৭১৬ রেটিংয়ে ওয়ানডের চূড়ায় কেশব মহারাজ। আর টি-টোয়েন্টিতে ৭২৬ রেটিংয়ে শীর্ষে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।
২০১৯ সালের ৭ মে—রশিদ খানকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর পারফরম্যান্সে সাকিবের উত্থান-পতন হয়েছে অনেকবার। তবু অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাননি তিনি। অবশেষে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সিংহাসনচ্যুত হয়েছেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪। নবী শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০।
শীর্ষস্থান হারালেও এক জায়গায় নিজের রাজত্ব ধরে রেখেছেন সাকিব। টানা সর্বোচ্চ ১৭৩৯ দিন ওয়ানডের শীর্ষস্থানে থাকার রেকর্ড। সব মিলিয়ে ৪২৭৬ দিনও র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ শীর্ষে থাকার রেকর্ড। বাংলাদেশি অলরাউন্ডারের পরে দুই মেয়াদ মিলিয়ে ৩৮১৬ দিন নিয়ে দুইয়ে আছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।
অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১ উইকেট ও ১৩৬ রানের সৌজন্যে শীর্ষে ওঠা নবীও সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। ৩৯ বছর ১ মাস বয়স নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। আফগানিস্তান অলরাউন্ডারের আগে ৩৮ বছর ৮ মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার তিলকরত্নে দিলশান।
আরেক আফগানিস্তানি আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলে ১৯ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই অলরাউন্ডার। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়েছেন চরিত আসালাঙ্কাও। এতে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার ব্যাটার। আর প্রথম ওয়ানডেতে ২১০ রানের ইনিংসে ১০ ধাপ এগিয়ে পাতুম নিশাঙ্কা উঠে এসেছেন ১৮ নম্বরে। সঙ্গে ৬ ধাপ এগিয়ে ৪১ নম্বরে সাদিরা সামারাবিক্রমা।
ব্যাটিংয়ের অন্য পজিশনে পরিবর্তন হলেও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর আজম। বাবরের মতোই টেস্টে কেন উইলিয়ামসন (৮১৮) এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে আছেন সূর্যকুমার যাদব (৮৬১)। অন্যদিকে ৮৮১ রেটিং পয়েন্টে টেস্টের বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা। ৭১৬ রেটিংয়ে ওয়ানডের চূড়ায় কেশব মহারাজ। আর টি-টোয়েন্টিতে ৭২৬ রেটিংয়ে শীর্ষে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।
বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ জনের প্রাথমিক দলে নুরুল হাসান সোহান থাকলেও তাঁর প্রস্তুতি ক্যাম্পের বেশির ভাগ সময়েই থাকা হচ্ছে না। আগামী ৭ আগস্ট সোহানের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল যাচ্ছে অস্ট্রেলিয়ায়। ‘এ’ দলের সফর শেষ হবে আগস্টের শেষ সপ্তাহে। প্রাথমিক দল
২ ঘণ্টা আগেট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
২ ঘণ্টা আগে