কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বলে ব্যাটিংয়ে নামছেন না তিনি। তাই অলরাউন্ডার থেকে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশের অধিনায়ক।
এর বাইরেও অনেক আলোচনা-সমালোচনা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। চোখের বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি। আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’
রংপুরের হয়ে ব্যাটিং করতে না পারার জন্য নিজেও অনুতপ্ত সাকিব। তিনি বলেছেন, ‘জীবনে কখনো এমনটা হয়নি। প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা আমাকে যে প্রত্যাশা অনুযায়ী দলে নিয়েছিল। অথচ তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না। তার পরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন, পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার।
বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে। চোখের সমস্যায় ভুগছেন বলে ব্যাটিংয়ে নামছেন না তিনি। তাই অলরাউন্ডার থেকে শুধু বোলার হিসেবে খেলছেন বাংলাদেশের অধিনায়ক।
এর বাইরেও অনেক আলোচনা-সমালোচনা ছিল। গতকাল সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব। চোখের বিষয়ে তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই, কখন এটা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি। আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’
রংপুরের হয়ে ব্যাটিং করতে না পারার জন্য নিজেও অনুতপ্ত সাকিব। তিনি বলেছেন, ‘জীবনে কখনো এমনটা হয়নি। প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে। তারা আমাকে যে প্রত্যাশা অনুযায়ী দলে নিয়েছিল। অথচ তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না। তার পরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে