কার্ডিফের সোফিয়া গার্ডেনস থেকে বেনোনির উইলোমুর পার্ক—পৃথিবীর দুই প্রান্তের দুই স্টেডিয়াম। সাত বছরের ব্যবধানে গতকাল দুই স্টেডিয়াম যেন এক বিন্দুতে মিলে গেছে। প্রতিযোগিতা ভিন্ন হলেও বাংলাদেশ, ভারত—দল দুটি একই রকম পরীক্ষা দিয়ে উতরে গেছে।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিফে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে বাংলাদেশের সেই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না। সেই চাপের ম্যাচেই কিনা বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৩৩ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে সাকিব-মাহমুদউল্লাহ গড়েন ২০৯ বলে ২২৪ রানের জুটি, যা বাংলাদেশের ৫ উইকেটের জয়ের ভিত্তি গড়ে দেয়। এখনো পর্যন্ত তা ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম উইকেটের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে তা দ্বিতীয় সর্বোচ্চ।
অন্যদিকে গতকাল বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে লক্ষ্য কিছুটা কম ছিল বাংলাদেশের চেয়ে। তবু দক্ষিণ আফ্রিকার পেসাররা খুব ভুগিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। ২৪৫ রানের লক্ষ্যে ৩২ রানেই ভারত হারিয়ে ফেলে ৪ উইকেট। টানা পঞ্চম ফাইনাল ভারতের কাছে তখনো অনেক দূরের পথ মনে হচ্ছিল। পঞ্চম উইকেটে শচীন দাসের সঙ্গে ভারতীয় অধিনায়ক উদয় সাহারান গড়েন ১৮৭ বলে ১৭১ রানের জুটি। শেষ পর্যন্ত ভারতীয় যুবারা জেতে ২ উইকেটে। এই জুটি ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি। ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর সৌরভ গাঙ্গুলি টুইট করেন, ‘৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর এমন জয়। তরুণ ক্রিকেটারদের থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকা দলেও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।’
অন্যদিকে গতকাল বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে লক্ষ্য কিছুটা কম ছিল বাংলাদেশের চেয়ে। তবু দক্ষিণ আফ্রিকার পেসাররা খুব ভুগিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। ২৪৫ রানের লক্ষ্যে ৩২ রানেই ভারত হারিয়ে ফেলে ৪ উইকেট। টানা পঞ্চম ফাইনাল ভারতের কাছে তখনও অনেক দূরের পথ মনে হচ্ছিল। পঞ্চম উইকেটে শচীন দাসের সঙ্গে ভারতীয় অধিনায়ক উদয় সাহারান গড়েন ১৮৭ বলে ১৭১ রানের জুটি। শেষ পর্যন্ত ভারতীয় যুবারা জেতে ২ উইকেটে। এই জুটি ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি। ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর সৌরভ গাঙ্গুলি টু্ইট করেন, ‘৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর এমন জয়। তরুণ ক্রিকেটারদের থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকা দলেও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।’
ভারতীয় অধিনায়ক সাহারান গতকাল ১২৪ বলে ৮১ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ব্যাটিং করেছেন ৪৯তম ওভার পর্যন্ত। নিজে খেলা শেষ করতে না পারলেও সেই ওভারের পঞ্চম বলে ম্যাচ শেষ করেছেন রাজ লিম্বানি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘একটা জিনিস বলছিলাম যে আমাদের শেষ অব্দি ব্যাটিং করতে হবে। শুধু একটা জুটির ব্যাপার ছিল। যখন আমি ব্যাটিংয়ে গেলাম, বল বাউন্স হচ্ছিল। এরপর ধীরে ধীরে বল ব্যাটে আসা শুরু করে।ড্রেসিংরুমের মানসিকতা দুর্বল হতে কখনোই দেইনি আমরা। আমাদের কোচেরা দুর্দান্ত। ফাইনালে উঠে ভালো লাগছে।’
কার্ডিফের সোফিয়া গার্ডেনস থেকে বেনোনির উইলোমুর পার্ক—পৃথিবীর দুই প্রান্তের দুই স্টেডিয়াম। সাত বছরের ব্যবধানে গতকাল দুই স্টেডিয়াম যেন এক বিন্দুতে মিলে গেছে। প্রতিযোগিতা ভিন্ন হলেও বাংলাদেশ, ভারত—দল দুটি একই রকম পরীক্ষা দিয়ে উতরে গেছে।
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে কার্ডিফে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। সেমিফাইনালে যেতে বাংলাদেশের সেই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না। সেই চাপের ম্যাচেই কিনা বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ৩৩ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। বিপদে পড়া বাংলাদেশের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে সাকিব-মাহমুদউল্লাহ গড়েন ২০৯ বলে ২২৪ রানের জুটি, যা বাংলাদেশের ৫ উইকেটের জয়ের ভিত্তি গড়ে দেয়। এখনো পর্যন্ত তা ওয়ানডেতে বাংলাদেশের পঞ্চম উইকেটের সর্বোচ্চ জুটি। সব মিলিয়ে তা দ্বিতীয় সর্বোচ্চ।
অন্যদিকে গতকাল বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে লক্ষ্য কিছুটা কম ছিল বাংলাদেশের চেয়ে। তবু দক্ষিণ আফ্রিকার পেসাররা খুব ভুগিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। ২৪৫ রানের লক্ষ্যে ৩২ রানেই ভারত হারিয়ে ফেলে ৪ উইকেট। টানা পঞ্চম ফাইনাল ভারতের কাছে তখনো অনেক দূরের পথ মনে হচ্ছিল। পঞ্চম উইকেটে শচীন দাসের সঙ্গে ভারতীয় অধিনায়ক উদয় সাহারান গড়েন ১৮৭ বলে ১৭১ রানের জুটি। শেষ পর্যন্ত ভারতীয় যুবারা জেতে ২ উইকেটে। এই জুটি ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি। ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর সৌরভ গাঙ্গুলি টুইট করেন, ‘৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর এমন জয়। তরুণ ক্রিকেটারদের থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকা দলেও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।’
অন্যদিকে গতকাল বেনোনিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে লক্ষ্য কিছুটা কম ছিল বাংলাদেশের চেয়ে। তবু দক্ষিণ আফ্রিকার পেসাররা খুব ভুগিয়েছেন ভারতীয় ক্রিকেটারদের। ২৪৫ রানের লক্ষ্যে ৩২ রানেই ভারত হারিয়ে ফেলে ৪ উইকেট। টানা পঞ্চম ফাইনাল ভারতের কাছে তখনও অনেক দূরের পথ মনে হচ্ছিল। পঞ্চম উইকেটে শচীন দাসের সঙ্গে ভারতীয় অধিনায়ক উদয় সাহারান গড়েন ১৮৭ বলে ১৭১ রানের জুটি। শেষ পর্যন্ত ভারতীয় যুবারা জেতে ২ উইকেটে। এই জুটি ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটি। ভারতের রুদ্ধশ্বাস জয়ের পর সৌরভ গাঙ্গুলি টু্ইট করেন, ‘৩২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর এমন জয়। তরুণ ক্রিকেটারদের থেকে এমন দুর্দান্ত পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকা দলেও অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে।’
ভারতীয় অধিনায়ক সাহারান গতকাল ১২৪ বলে ৮১ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। ব্যাটিং করেছেন ৪৯তম ওভার পর্যন্ত। নিজে খেলা শেষ করতে না পারলেও সেই ওভারের পঞ্চম বলে ম্যাচ শেষ করেছেন রাজ লিম্বানি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘একটা জিনিস বলছিলাম যে আমাদের শেষ অব্দি ব্যাটিং করতে হবে। শুধু একটা জুটির ব্যাপার ছিল। যখন আমি ব্যাটিংয়ে গেলাম, বল বাউন্স হচ্ছিল। এরপর ধীরে ধীরে বল ব্যাটে আসা শুরু করে।ড্রেসিংরুমের মানসিকতা দুর্বল হতে কখনোই দেইনি আমরা। আমাদের কোচেরা দুর্দান্ত। ফাইনালে উঠে ভালো লাগছে।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে