নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখনো ২০০ রানের কোনো ইনিংস নেই, ১৫০ রানের মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশির ভাগ স্কোর। এমন ফ্র্যাঞ্চাইজি লিগ আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরলই বটে। বিপিএল এখন মাঝপথে। রোমাঞ্চ-রানের ফুলঝুরি দেখা না গেলেও শেষ চারের হিসাবনিকাশ ঠিকই শুরু হয়ে গেছে।
বিপিএলে রাউন্ড রবিন লিগে প্রতিটি দল খেলবে ১২টি করে ম্যাচ। অন্তত ৬টি ম্যাচ সব দলই খেলে ফেলেছে। শেষ চারের লড়াইটা জমে উঠেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল—এই পাঁচ দলের মধ্যে।
এরই মধ্যে ৭টি করে ম্যাচ খেলে ৫ জয় ও ২টি ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর, রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে চট্টগ্রাম। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয় ও ২ হারে টেবিলের ৩ নম্বরে কুমিল্লা আর চারে খুলনা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে বরিশাল। পাঁচ ফ্র্যাঞ্চাইজিরই সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।
শেষ চারের আশা অনেকটাই শেষ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা দুর্দান্ত ঢাকার। আজ খুলনার বিপক্ষে খেলবে সিলেট, ঢাকা খেলবে কুমিল্লার বিপক্ষে। আজ হারলে তাদের পরের ম্যাচগুলো হবে নিয়ম রক্ষার। সামনের সব ম্যাচ জিতলে ১২ পয়েন্টের বেশি হবে না ঢাকা ও সিলেটের। নেট রানরেটেও পিছিয়ে তারা। অন্যদিকে ওপরের চারটি দল ম্যাচও খেলেছে তাদের চেয়ে কম, পয়েন্ট ও রানরেটেও বেশ এগিয়ে।
পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজরা এরই মধ্যে বিপিএল ছেড়ে গেছেন। বাকি পথ পাড়ি দিতে ফ্র্যাঞ্চাইজিদের আছে খেলোয়াড় ভেড়ানো নিয়ে নানা ঝক্কি। রংপুর এরই মধ্যে মুমিনুল হককে দলে ভিড়িয়েছে, আসছেন জিমি নিশাম-ডেভিড মালানরা। কুমিল্লায় ব্রুকি ডেভিড, বরিশালের সঙ্গে যোগ দিয়েছেন ওবেদ ম্যাকওয়ে।
এখনো ২০০ রানের কোনো ইনিংস নেই, ১৫০ রানের মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশির ভাগ স্কোর। এমন ফ্র্যাঞ্চাইজি লিগ আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিরলই বটে। বিপিএল এখন মাঝপথে। রোমাঞ্চ-রানের ফুলঝুরি দেখা না গেলেও শেষ চারের হিসাবনিকাশ ঠিকই শুরু হয়ে গেছে।
বিপিএলে রাউন্ড রবিন লিগে প্রতিটি দল খেলবে ১২টি করে ম্যাচ। অন্তত ৬টি ম্যাচ সব দলই খেলে ফেলেছে। শেষ চারের লড়াইটা জমে উঠেছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল—এই পাঁচ দলের মধ্যে।
এরই মধ্যে ৭টি করে ম্যাচ খেলে ৫ জয় ও ২টি ম্যাচ হেরে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর, রানরেটে পিছিয়ে থেকে দুইয়ে চট্টগ্রাম। ৬টি করে ম্যাচ খেলে ৪ জয় ও ২ হারে টেবিলের ৩ নম্বরে কুমিল্লা আর চারে খুলনা। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে বরিশাল। পাঁচ ফ্র্যাঞ্চাইজিরই সুযোগ আছে শেষ চার নিশ্চিত করার।
শেষ চারের আশা অনেকটাই শেষ ৮ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্স ও ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা দুর্দান্ত ঢাকার। আজ খুলনার বিপক্ষে খেলবে সিলেট, ঢাকা খেলবে কুমিল্লার বিপক্ষে। আজ হারলে তাদের পরের ম্যাচগুলো হবে নিয়ম রক্ষার। সামনের সব ম্যাচ জিতলে ১২ পয়েন্টের বেশি হবে না ঢাকা ও সিলেটের। নেট রানরেটেও পিছিয়ে তারা। অন্যদিকে ওপরের চারটি দল ম্যাচও খেলেছে তাদের চেয়ে কম, পয়েন্ট ও রানরেটেও বেশ এগিয়ে।
পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজরা এরই মধ্যে বিপিএল ছেড়ে গেছেন। বাকি পথ পাড়ি দিতে ফ্র্যাঞ্চাইজিদের আছে খেলোয়াড় ভেড়ানো নিয়ে নানা ঝক্কি। রংপুর এরই মধ্যে মুমিনুল হককে দলে ভিড়িয়েছে, আসছেন জিমি নিশাম-ডেভিড মালানরা। কুমিল্লায় ব্রুকি ডেভিড, বরিশালের সঙ্গে যোগ দিয়েছেন ওবেদ ম্যাকওয়ে।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১৩ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২৮ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪৪ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে