Ajker Patrika

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলেন সাকিবরা

ঢাকাকে উড়িয়ে জয়ে ফিরলেন সাকিবরা

যথেষ্ট ফিট না থাকায় ব্যাটিংয়ে নামলেন না তাসকিন আহমেদ। দুর্দান্ত ঢাকাও ততক্ষণে বুঝে গেছে, জয়ের আশাটা হাতছাড়া হয়ে গেছে। তাসকিন নামলেও লাভ নেই। বাংলাদেশি পেসার ‘এবসেন্ট হার্ট’ হওয়ায় ঢাকার ইনিংসও ১৬.৩ ওভারের পর আর এগোয়নি। থেমে যায় ১০৪ রানে। তাতে রংপুর রাইডার্সও পেল ৭৯ রানের সহজ জয়। এবারের বিপিএলে এটি তাদের দ্বিতীয় জয় ও ঢাকার টানা দ্বিতীয় হার। 

আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রংপুর ৮ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বাবর আজমের দুর্দান্ত ফিফটিতে। পাকিস্তানি ওপেনার ৪৬ বলে ৫ চার ও ১ ছয়ে খেলেছেন ৬২ রানের ইনিংস। তৃতীয় ম্যাচ খেলতে নেমেই দ্বিতীয়বার ম্যাচসেরার পুরস্কারও জিতলেন তিনি। এই ম্যাচকে সামনে রেখে সাকিব আল হাসান আজ দুপুরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করলেও ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নামেননি। 

বাংলাদেশি অলরাউন্ডার ব্যাট না করলেও স্কোর বড় করতে সমস্যা হয়নি তাঁর দলের। ইনিংসের শেষদিকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইয়ের ১৫ বলে ২ চার ও ৩ ছয়ে ৩২ রান ও শামীম হোসেনের ৮ বলে ১ চার ও ১ ছয়ে ১৭ রানের ক্যামিওতে ঢাকাকে বড় লক্ষ্য দেয় রংপুর। 

১৮৪ রানের সেই লক্ষ্যটা ঢাকার জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায় স্কোরবোর্ডে কোনো রান জমা পড়ার আগেই আজমতউল্লাহর করা ইনিংসের প্রথম ওভারেই ওপেনার দানুশকা গুনাথিলাকা বিদায় নিলে। আজমতউল্লাহ ও মেহেদী হাসানের সামনে ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। ঢাকার হয়ে যা একটু লড়াই করেছেন অ্যালেক্স রোজ। তবে তাঁর ৫২ রান শুধু হারের ব্যবধানটুকুই কমিয়েছে। ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে মেহেদীর তৃতীয় শিকার হিসেবে শরীফুল ইসলাম ক্যাচ তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনিংসও শেষ হয় ঢাকার। তাসকিন না নামায় ১ রানে অপরাজিত থাকা আরাফাত সানিকেও ফিরে যেতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত