নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
শেষ দুই ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দরকার ৩৬ রান। কিন্তু হাসান মাহমুদের করা ১৯তম ওভার থেকে মাত্র ৭ রান নিতে সক্ষম হয়েছেন তাওহীদ হৃদয় ও রেয়মন রেইফার। শেষ ওভারে ২৯ রান তুলে দলকে জয়ে এনে দেওয়া যেকোনো ব্যাটারদের জন্যই কঠিন। কুমিল্লার ব্যাটাররাও সেই কঠিন কাজটি করতে ব্যর্থ হয়েছেন।
সাকিব আল হাসানের করা শেষ ওভার থেকে ২০ রান তুলতে পেরেছেন কুমিল্লার ব্যাটাররা। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫৭ রানে থেমেছে তাদের ইনিংস। তাতে হাইভোল্টেজ ম্যাচে ৮ রানের দুর্দান্ত জয় পেয়েছে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের এখন তিন নম্বরে তারা। ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে কুমিল্লা।
ছন্দ হারানো লিটন দাস আজও আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। শুরুতেই চাপে পড়ে যায় কুমিল্লা। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৯ রানের দারুণ এক জুটি গড়েন। তবে এ জন্য তাঁরা বল খেলেছেন ৫৬টি। ২১ বলে ১৭ রান করা রিজওয়ানকে ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ নবী।
তৃতীয় উইকেটে হৃদয় ও অঙ্কন ৪০ বলে ৫৩ রানের আরেকটি জুটি গড়েন। তখন দলের জয়ের জন্য যেমন রানের চাহিদা ছিল, তা মেটাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। ৩টি ছক্কা ও ৪টি চারের বাউন্ডারিতে ৫৫ বলে ৬৩ রানে ফেরেন অঙ্কন। ২৮ বলে ৩৯ রান করেছেন হৃদয়। খুশদিল ৮ বলে দুই ছক্কায় ১২ এবং শেষ ওভারে ৪ বল পেয়ে ১৮ রান করেছেন জাকের আলি অনিক। রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নিয়েছেন ২টি উইকেট।
তার আগে বাবর আজম-ফজলে মাহমুদের ব্যাটে দারুণ শুরু, মাঝে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলারদের ফেরা, কিন্তু শেষ দিকে আবার আজমতউল্লাহ-নুরুল হাসান সোহানদের ঝোড়ো ব্যাটিং—শেষ ১৬ বলে তাঁরা তুলেছেন ৫০ রান। যার সৌজন্যে হাইভোল্টেজ ম্যাচে কুমিল্লাকে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে রংপুর।
ছিল রোদের প্রখরতা, সিলেটের উইকেটও বেশ ভালো। তাই টস জিতে অনায়াসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক সোহান। যদিও ওপেনিং জুটিটা তাদের আজও বড় হয়নি। ব্র্যান্ডন কিংয়ের ব্যাট হাসেনি আজও। একটি করে ছক্কা ও চারে ১৪ রান করে তৃতীয় ওভারে তানভীর ইসলামের বলে ফেরেন ওই ক্যারিবিয়ান ক্রিকেটার।
দ্বিতীয় উইকেটে বাবর ও ফজলের ৪৬ বলে ৫৫ রানের এক জুটি। এই উইকেটে রংপুর পৌঁছে যায় ৭২ রানে। ১১তম ওভারে বাবরকে (৩৭) ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন কুমিল্লার আরেক পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। ২১ বলে ৩০ রানের কার্যকর এক ইনিংস খেলে ১৪তম ওভারে ফজলে ফেরেন মোস্তাফিজুর রহমানের বলে।
যখন রংপুরের ঝোড়ো ব্যাটিং দরকার, তখন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি । ১৮ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি। এরপর মূলত ঝড় তোলেন আজমতউল্লাহ। ২০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন এই আফগান অলরাউন্ডার। তাঁর সঙ্গে ৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন সোহান। মাঝে ৭ বলে ১৩ রানে ফেরেন নবী। তাতে রংপুর ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৫ রান। কুমিল্লার হয়ে রেয়মন রেইফার ২০ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজ। ৪৮ রানে তিনি নিয়েছেন ১ উইকেট।
শেষ দুই ওভারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দরকার ৩৬ রান। কিন্তু হাসান মাহমুদের করা ১৯তম ওভার থেকে মাত্র ৭ রান নিতে সক্ষম হয়েছেন তাওহীদ হৃদয় ও রেয়মন রেইফার। শেষ ওভারে ২৯ রান তুলে দলকে জয়ে এনে দেওয়া যেকোনো ব্যাটারদের জন্যই কঠিন। কুমিল্লার ব্যাটাররাও সেই কঠিন কাজটি করতে ব্যর্থ হয়েছেন।
সাকিব আল হাসানের করা শেষ ওভার থেকে ২০ রান তুলতে পেরেছেন কুমিল্লার ব্যাটাররা। ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫৭ রানে থেমেছে তাদের ইনিংস। তাতে হাইভোল্টেজ ম্যাচে ৮ রানের দুর্দান্ত জয় পেয়েছে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের এখন তিন নম্বরে তারা। ৪ ম্যাচে ২টি করে জয় ও হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে কুমিল্লা।
ছন্দ হারানো লিটন দাস আজও আউট হয়েছেন রানের খাতা খোলার আগে। শুরুতেই চাপে পড়ে যায় কুমিল্লা। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫৯ রানের দারুণ এক জুটি গড়েন। তবে এ জন্য তাঁরা বল খেলেছেন ৫৬টি। ২১ বলে ১৭ রান করা রিজওয়ানকে ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ নবী।
তৃতীয় উইকেটে হৃদয় ও অঙ্কন ৪০ বলে ৫৩ রানের আরেকটি জুটি গড়েন। তখন দলের জয়ের জন্য যেমন রানের চাহিদা ছিল, তা মেটাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। ৩টি ছক্কা ও ৪টি চারের বাউন্ডারিতে ৫৫ বলে ৬৩ রানে ফেরেন অঙ্কন। ২৮ বলে ৩৯ রান করেছেন হৃদয়। খুশদিল ৮ বলে দুই ছক্কায় ১২ এবং শেষ ওভারে ৪ বল পেয়ে ১৮ রান করেছেন জাকের আলি অনিক। রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নিয়েছেন ২টি উইকেট।
তার আগে বাবর আজম-ফজলে মাহমুদের ব্যাটে দারুণ শুরু, মাঝে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বোলারদের ফেরা, কিন্তু শেষ দিকে আবার আজমতউল্লাহ-নুরুল হাসান সোহানদের ঝোড়ো ব্যাটিং—শেষ ১৬ বলে তাঁরা তুলেছেন ৫০ রান। যার সৌজন্যে হাইভোল্টেজ ম্যাচে কুমিল্লাকে ১৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে রংপুর।
ছিল রোদের প্রখরতা, সিলেটের উইকেটও বেশ ভালো। তাই টস জিতে অনায়াসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক সোহান। যদিও ওপেনিং জুটিটা তাদের আজও বড় হয়নি। ব্র্যান্ডন কিংয়ের ব্যাট হাসেনি আজও। একটি করে ছক্কা ও চারে ১৪ রান করে তৃতীয় ওভারে তানভীর ইসলামের বলে ফেরেন ওই ক্যারিবিয়ান ক্রিকেটার।
দ্বিতীয় উইকেটে বাবর ও ফজলের ৪৬ বলে ৫৫ রানের এক জুটি। এই উইকেটে রংপুর পৌঁছে যায় ৭২ রানে। ১১তম ওভারে বাবরকে (৩৭) ফিরিয়ে রংপুরকে ব্রেকথ্রু এনে দেন কুমিল্লার আরেক পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। ২১ বলে ৩০ রানের কার্যকর এক ইনিংস খেলে ১৪তম ওভারে ফজলে ফেরেন মোস্তাফিজুর রহমানের বলে।
যখন রংপুরের ঝোড়ো ব্যাটিং দরকার, তখন প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি । ১৮ বলে ১৪ রান করে আউট হয়েছেন তিনি। এরপর মূলত ঝড় তোলেন আজমতউল্লাহ। ২০ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন এই আফগান অলরাউন্ডার। তাঁর সঙ্গে ৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন সোহান। মাঝে ৭ বলে ১৩ রানে ফেরেন নবী। তাতে রংপুর ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৬৫ রান। কুমিল্লার হয়ে রেয়মন রেইফার ২০ রান খরচ করে নিয়েছেন ২ উইকেট। সবচেয়ে খরুচে ছিলেন মোস্তাফিজ। ৪৮ রানে তিনি নিয়েছেন ১ উইকেট।
গল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১৪ মিনিট আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২৯ মিনিট আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
৩২ মিনিট আগে২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৫ ঘণ্টা আগে