নগর রক্ষায় শিথিল লকডাউন, মূল্য চোকাবে গোটা দেশ
কথা হলো, ঈদুল আজহা উদ্যাপন, জনসাধারণের যাতায়াত ও দেশের আর্থসামাজিক অবস্থার যে উল্লেখ প্রজ্ঞাপনে করা হয়েছে, তা কাঠগড়ায় দাঁড়ায় কঠোর বিধিনিষেধ আরোপের পরবর্তী তারিখটির দিকে তাকালে। ঈদের পর মাত্র একদিন বিধিনিষেধ শিথিল রাখলে জনসাধারণের যাতায়াত কী প্রকারে সহজ হবে, তা ঠিক বোধগম্য নয়